সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাপ্য ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে রাজ্যকেও। এই নিয়ে চলছে অনশন, মিছিল। কিন্তু এই আন্দোলনে যে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি। বলে দেন, ‘কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন। আরও বেশি ডিএ পাবেন।’
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএ আন্দোলন নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ডিএ আন্দোলন নিয়ে বাম ও বিজেপিকে আক্রমণে করেন তিনি। বলেন, “অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল করা হচ্ছে। এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? রোজ কাজ না করার হুঙ্কার। সব জায়গায় কোঅর্ডিনেশন কমিটির লোকেরা বসে আছে। কিন্তু আমি সহানুভূতিশীল। আমি কাউকে চাকরি থেকে বরখাস্ত করিনি। তার মানে কিন্তু আমি দুর্বল নই।” এরপরই আন্দোলনকারীদের উদ্দেশে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী বলে দেন, “কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ পাবেন। ডিএ বাধ্যতামূলক নয়, এটা একটা অপশন, টাকা থাকলে ভালবেসে দিতাম।” এখানেই থামেননি তিনি। প্রাথমিকের যে ৩৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন, তার জন্যও ডিএ আন্দোলনকেই দায়ী করেছেন তিনি।
[আরও পড়ুন: ‘সুর্যাস্তের আগে আমায় বলতে দেয় না’, নীতি আয়োগের বৈঠক নিয়ে উষ্মাপ্রকাশ মমতার]
কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ আদায়ের দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। গত ২৭ জানুয়ারি থেকে আন্দোলনে নেমেছেন তাঁরা। অনশন, কর্মবিরতি-সহ একাধিক পদক্ষেপ নেন আন্দোলনকারীরা। তার ফলে রাজ্যের সরকারি প্রতিষ্ঠানের কাজের ক্ষতি হচ্ছে। জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। তাতেও সমস্যার সমাধান হয়নি। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের নির্দেশও দিয়েছিল আদালত। তবে সে বৈঠকও ফলপ্রসূ হয়নি। ডিএ আন্দোলনের জল গড়ায় দিল্লিতেও। কিন্তু এদিন মমতার কথায় অনেকটাই স্পষ্ট ডিএ নিয়ে রাজ্যের অবস্থান।
উল্লেখ্য, এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও শোনা গিয়েছিল একই সুর। ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে তিনিও বলেছিলেন, বেশি পরিমাণ ডিএ দাবি করলে কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন।