সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ((CM Mamata Banerjee)। চার দিনের সফরে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি প্রশাসনিক বৈঠক থেকে দিঘার মেরিন ড্রাইভ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার বিকেলেই রওনা দিচ্ছেন তিনি।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায়-জেলায় প্রশাসনিক কাজকর্মের গতি খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দলের সাংগঠনিক হালহকিকতও বুঝে নিতে চান তৃণমূল সভানেত্রী। সেই উদ্দেশ্যে দুই মেদিনীপুরে ৪ দিনে সফরে রওনা হচ্ছেন তিনি। আজ অর্থাৎ সোমবার যাবেন খড়গপুরে। সেখানে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার জেলা পরিষদের নেতাদের নিয়ে একপ্রস্থ বৈঠক করতে পারেন দলনেত্রী। আলোচনা হতে পারে জেলা পরিষদের সভাধিপতির নাম নিয়ে। তৃণমূল মেগা সম্মেলন থেকেই এই বার্তা দিয়েছিলেন দলনেত্রী।
[আরও পড়ুন: মাঝরাতে ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা, তলব করেও অফিসে ছিলেন না আধিকারিকরা!]
বেশকিছু ধরেই জেলা পরিষদের সভাধিপতির পদটি ফাঁকা রয়েছে। জেলা সফর চলাকালীনই সেই নাম চূড়ান্ত করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দলীয় বৈঠকে সেই নাম চূড়ান্ত হতে পারে। এদিকে বুধবার মুখ্যমন্ত্রী যাবেন নিমতৌড়ি। সেখানে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক হবে। সেখানে প্রশাসনিক কাজের পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত দিঘার মেরিন ড্রাইভের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
উল্লেখ্য, রাজ্যবাসীর কথা মাথায় রেখে মুম্বইয়ের ধাঁচে দিঘায় মেরিন ড্রাইভ বানানোর পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সেই কাজ সম্পন্ন হয়েছে। পর্যটকদের জন্য সেই মেরিন ড্রাইভ খুলে দেওয়া হয়েছে। তবে এবার মুখ্যমন্ত্রীর হাত ধরে তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে হলেছে। মনে করা হচ্ছে, পুজোর ছুটিতে বহু মানুষ ভিড় জমাবেন এখানে। মেরিন ড্রাইভের টানে আরও বেশি পর্যটক আসবেন পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে।