shono
Advertisement

হরিয়ানায় মহানাটক! ‘শরিকি কোন্দলে’ ইস্তফা মুখ্যমন্ত্রী খাট্টারের

মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই পদত্যাগ করেছে গোটা মন্ত্রিসভা। সূত্রের খবর, আজই শপথ নিতে চলেছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী।
Posted: 12:17 PM Mar 12, 2024Updated: 02:34 PM Mar 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে মহানাটক হরিয়ানায় (Haynana)। শরিক দলের সঙ্গে আসন রফা নিয়ে সংঘাতে মঙ্গলবার সকালে ইস্তফা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার (Manohar Lal Khattar)। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই গোটা মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে সূত্রের খবর, আজই শপথ নিতে চলেছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী।

Advertisement

হরিয়ানায় সরকার গড়েছিল BJP-JJP জোট। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী লোকসভা ভোটে আসন রফা নিয়ে দুশ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে ব্যাপক সংঘাত তৈরি হয়েছে খাট্টারের বিজেপির। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজ্যপাল বান্দারু দাত্তারেয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন খট্টর। গোটা ঘটনায় অস্বস্তিতে বিজেপি।

 

[আরও পড়ুন: সেলা টানেলে বেজায় চিন্তিত চিন, ফের অরুণাচল নিয়ে দন্তবিস্তার ‘ড্রাগনে’র

৯০ আসনের হরিয়ানা বিধানসভার ৪০ আসনে রয়েছে বিজেপি বিধায়ক। শক্তিশালী দল হিসেবে শরিক দল জেজেপির কাছে নিজেদের দাবি রেখেছিল গেরুয়া শিবির। জানা গিয়েছে, ১০ লোকসভা আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছিল জেজেপি। যদিও বিজেপি একটির বেশি ছাড়তে নারাজ। এই নিয়ে কোন্দল চরমে ওঠে। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে জেজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরেও মেলেনি সমাধানসূত্র। এই অবস্থায় খাট্টারের পদত্যাগ নিয়ে দুরকম জল্পনা, ১) শরিকি কোন্দলের জেরে ইস্তফা এব্ং ২) লোকসভায় প্রার্থী হবেন খাট্টার। সেই কারণে পদত্যাগ। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে হরিয়ানায় জমে উঠেছে মহানাটক। 

 

[আরও পড়ুন: পোর্টালে নাগরিকত্বের আবেদন আজ থেকে, জেনে নিন লাগবে কোন কোন নথি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement