সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের শুরুতেই ভারতে আসছে কোল্ডপ্লে ব্যান্ড। ডিসেম্বরে ব্রায়ান অ্যাডামসের পরই ২০২৪ সালের ২১ জানুয়ারি বিশ্বখ্যাত ব্যান্ডটি অনুষ্ঠান করবে এদেশে। এই খবর ছড়িয়ে পড়ার পরই কোল্ডপ্লে জ্বরে ভুগতে শুরু করেছেন এদেশের অনুরাগীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল সুরকার এ আর রহমান ও কোল্ডপ্লের অন্যতম প্রতিষ্ঠাতা ও গায়ক ক্রিস মার্টিনের এক পুরনো যুগলবন্দি। ২০১৬ সালের ভিডিওটি নতুন করে মন জিতছে সকলের।
আগামী বছরের গোড়ায় মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পারফর্ম করার কথা এই ব্রিটিশ রক ব্যান্ডটির। রবিবার শোয়ের টিকিট বিক্রি শুরু হতেই প্রবল চাহিদার চাপে সাইটটি ক্র্যাশ করে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখা যায় দু’দিনের সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে। এর থেকে পরিষ্কার, কতটা উন্মাদনা রয়েছে ব্যান্ডটিকে ঘিরে। বলে রাখা ভালো, এবার টিকিটের সর্বনিম্ন মূল্য আড়াই হাজার টাকা। সর্বোচ্চ টিকিটের দাম ৩৫ হাজার টাকা।
শেষবার কোল্ডপ্লে ভারতে এসেছিল ২০১৬ সালে। মুম্বই গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্য়ালে তারা পারফর্ম করেছিল। আর সেই সময়ই এ আর রহমানের সঙ্গে 'বন্দেমাতরম' গেয়েছিলেন ক্রিস মার্টিন। আপাতত সেই ভিডিও দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন অনুরাগীরা।
গত শতকের নয়ের দশকে তৈরি হয় কোল্ডপ্লে। লন্ডনে আত্মপ্রকাশের পরে দ্রুত তা সকলের মন জয় করে নিতে থাকে। এই ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি ও গিটার বাদক জনি বাকল্যান্ডই ছিলেন গোড়ার দুই সদস্য। তাঁরাই একসঙ্গে মিলে গান লেখা শুরু করেছিলেন। সুরও করতেন। প্রথম অ্যালবাম 'প্যারাশুটস'। ২০০০ সালে সেই অ্যালবাম প্রকাশ পাওয়ার পর গত আড়াই দশকে একের পর এক মাইলফলক পেরিয়েছে এই ব্যান্ডটি। দুনিয়া কাঁপানো এমন সুরস্রষ্টাদের দেখতে ভারত যে মুখিয়ে থাকবে তা বলাই বাহুল্য।