সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের কোপা আমেরিকাগুলোয় যা হয়নি, এবার তাই ঘটতে চলেছে। কোপার ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের বিরতির সময়ে পারফর্ম করবেন শাকিরা। সেই কারণে বিরতির সময় বাড়িয়ে দেওয়া হয়েছে ২৫ মিনিট। হাফ টাইমের সময় সাধারণত ধার্য করা হয় ১৫ মিনিট। কিন্তু এই ফাইনালে শাকিরা শোয়ের জন্য বিরতির সময় ২৫ মিনিট দেওয়া হয়েছে। ফাইনালে বিরতির সময় বেশি থাকায় ক্ষুব্ধ কলম্বিয়া কোচ নেস্টর লরেঞ্জো।
শাকিরা নিজেও কলম্বিয়ার। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও পারফর্ম করেছিলেন এই গায়িকা। আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি বিশ্বকাপ হাতে তুলেছিল।
[আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, ১ কোটি টাকা সাহায্যের নির্দেশ জয় শাহের]
কোপার ফাইনাল যাতে আরও আকর্ষণীয় হয়, আরও উপভোগ্য হয়, সেই কারণেই শাকিরা ম্যাচের বিরতির সময়ে পারফর্ম করবেন।
কলম্বিয়ার কোচ নেস্টর এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ। তিনি বলেন, ''কনসার্টের জন্য হাফটাইমের বিরতির সময় কেন বাড়িয়ে দেওয়া হল, সেটাই আমার বোধগম্য হচ্ছে না। যদিও ফুটবলাররা বেশি সময় বিশ্রাম পাছে, তবে অন্যদিকও রয়েছে। বিরতির সময়ে যে সময় পাওয়া যাচ্ছে, তাতে তাদের শরীর আর উষ্ণ থাকবে না। অন্যান্য ম্যাচে বিরতির সময় যেমন ১৫ মিনিট দেওয়া হয়, এক্ষেত্রেও সেই সময় বরাদ্দ করা হলে ভালো হত।'' লরেঞ্জো আবশ্য পরে বলেছেন, ''আমার মনে হয় সবাই এই শো উপভোগ করবেন।'' লরেঞ্জো অবশ্য আগে জানতেন না ফাইনালে বিরতির সময়ে পারফর্ম করবেন শাকিরা।
[আরও পড়ুন: ইউরো-কোপা নয়, খেলার ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ রবিবারের অন্য এক ফাইনাল]