shono
Advertisement

আলপনায় রাস্তা রাঙিয়ে শহরে রঙিন মহালয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই মহালয়ার ভোর অন্যরকম৷ কাকভোরে সবে যখন আলো ফুটছে তখনই বাঙালির ঘরে ঘরে গমগম করে বেজে ওঠেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র৷ আর  আলো ফুটতেই শহরবাসী যেন চিনল এক অন্য কলকাতাকে৷ যে কলকাতার রাস্তা সেজে উঠেছে বাহারি আলপনায়৷ কালো পিচের রাস্তায় যেন পাখা মেলেছে অসংখ্য রঙিন প্রজাপতি৷ আর বাঙালিকে এই শহরের রঙিন রাস্তা উপহার দেওয়ার […] The post আলপনায় রাস্তা রাঙিয়ে শহরে রঙিন মহালয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 03:44 PM Sep 19, 2017Updated: 11:02 AM Sep 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই মহালয়ার ভোর অন্যরকম৷ কাকভোরে সবে যখন আলো ফুটছে তখনই বাঙালির ঘরে ঘরে গমগম করে বেজে ওঠেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র৷ আর  আলো ফুটতেই শহরবাসী যেন চিনল এক অন্য কলকাতাকে৷ যে কলকাতার রাস্তা সেজে উঠেছে বাহারি আলপনায়৷ কালো পিচের রাস্তায় যেন পাখা মেলেছে অসংখ্য রঙিন প্রজাপতি৷ আর বাঙালিকে এই শহরের রঙিন রাস্তা উপহার দেওয়ার উদ্যোগের অন্যতম অংশীদার দক্ষিণের অন্যতম জনপ্রিয় পুজো সমাজসেবী৷

Advertisement

মহালয়ার এই ভোর মানেই বাঙালির কাছে স্পেশাল৷ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা৷ আর রেডিওতে বেজে ওঠা মহিষাসুরমর্দিনী৷ এই যুগলবন্দিতেই বাঙালি পুজো শুরু৷ এ বছর ভোর কেটে সকাল ফুটল অবশ্য একেবারে রঙিন হয়েই৷ পুজো তো আর মাত্র কটাদিন৷ অবশ্য তাই বা বলা যায় কী করে! ইতিমধ্যেই বহু পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন সারা৷ পুজোর এই আবহে সেজে উঠেছে গোটা শহর৷ মেঘলা মেখলার ফাঁকে প্রকৃতিও যেন পরেছে শারদীয়া সাজ৷ এর এত সাজগোজের মধ্যে শহরের রাস্তাগুলো একটু সেজে উঠবে না! তারা কি বছরের বাকি দিনগুলোর মতোই ধুলোমলিন হয়ে থেকে যাবে? মোটেও না৷ অন্তত এবছরটা তো নয়ই৷ কেননা এবার মহালয়ার সকালেই এ শহরের অন্তত ১.৪ কিমি রাস্তা সেজে উঠল আলপনার রঙে৷

পুজো উদ্যোক্তাদের এ অক অভিনব প্রয়াসই বলা যায়৷ পুজোয় বহু চমকের সাক্ষী থেকেছে শহর৷ কিন্তু এমন নান্দনিকতার প্রকাশ আগে বোধহয় চাক্ষুষ করেনি৷ পড়শি বাংলাদেশ বর্ষবরণে এই ধরনের মঙ্গল আলপনার চল আছে৷ আর আলপনা তো আমাদের সংস্কৃতির অন্যতম অঙ্গ৷ নিছক পুজোর প্রয়োজন নয়, এ এক শিল্পও বটে৷ বাংলার আলপনা বাঙালির বিবর্তন, বাঙালির নিজস্ব সংস্কৃতি-পার্বণ-ব্রতগুলিকেও ধরে রেখেছে রেখার অন্তরালে৷ তাই আলপনা নিঃসন্দেহে এমন একটা বিষয় যা সংস্কৃতির চর্চার অন্যরকম প্রকাশ৷ অভিনব উদ্যোগে যার প্রয়োগ এবার শহরের রাস্তায়, যার অন্যতম অংশীদার সমাজসেবী৷ সাত সকালে এই আলপনায় অংশ নিতে ভিড় দেখা গেল সেলেবদেরও৷ সাধারণ মানুষ তো ছিলেনই৷ সত্যি এভাবেও যে শহরের রাস্তাকে সাজিয় তোলা যায়, কে ভেবেছিল! কে ভেবেছিল কোনও এক মহালয়ার সকাল এভাবে রঙে রঙে সেজে উঠবে! রং আর কল্পনার ছোঁয়ায় লেক রোডের খানিকটা অংশ যেন হয়ে উঠল অন্যরকম৷ দু’পাশে সেই আগের মতোই মাথা তুলে আছে বাড়িঘর৷ সেই এক গাছপালা৷ চেনা শহরের অতিচেনা দৃশ্য৷ অথচ একটু রঙের ছোঁয়া যেন বদলে দিল সবকিছু৷ কত সহজে এ শহরকে সাজিয়ে তোলা যায়, কত সরল উপকরণে শহরের প্রচ্ছদ বদলে দেওয়া যায় তাই দেখা গেল৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শহরের এ দৃশ্য ভাইরাল৷ পড়শি দেশের প্রতিবেশীদের ওয়ালে আকছারই এ দৃশ্য দেখা যায়৷ মহালয়ার সকালে বাঙালিরও হাতে এল গর্ব করার মতো বেশ কিছু দৃশ্য৷ সৌন্দর্যপ্রিয় বাঙালি তাই কুর্নিশ জানাতে ভুলল না এই প্রয়াসকে৷

The post আলপনায় রাস্তা রাঙিয়ে শহরে রঙিন মহালয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার