shono
Advertisement

Breaking News

এক টিকিটে চতুর্থী থেকেই ঠাকুর দেখা! ব্যাপারটা কী?

কবে থেকে মিলবে এই পরিষেবা? The post এক টিকিটে চতুর্থী থেকেই ঠাকুর দেখা! ব্যাপারটা কী? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:22 PM Sep 15, 2018Updated: 02:22 PM Sep 15, 2018

নব্যেন্দু হাজরা: বাসে-মেট্রোয় এবার পুজো শুরু চতুর্থীতেই! অন্তত তেমনই তো পরিকল্পনা নিয়েছে পরিবহণ দপ্তর। নিতে চলেছে মেট্রোও। চতুর্থী থেকেই ঠাকুর দেখতে চালু হচ্ছে পরিবহণ দপ্তরের হপহপ সার্ভিস। অর্থাৎ একটি টিকিটেই গোটা দিনের ভ্রমণ এসি, নন-এসি বাসে, ট্রামে ও লঞ্চে। দাম করা হচ্ছে ১০০ টাকা। অন্যদিকে, মেট্রোও এবার  চতুর্থী থেকেই ঠাকুর দেখতে সারা রাতের পরিষেবা চালুর পরিকল্পনা নিচ্ছে। যদিও তা এখনও আলোচনাস্তরে রয়েছে। কিন্তু পরিকল্পনা তেমনই।

Advertisement

[জনসংযোগ বাড়াতে এবার ফেসবুকে ফর্ম বিলি করছে তৃণমূল]

মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, এবার চতুর্থী পড়েছে শনিবার, পঞ্চমী রবিবার। এই দু’দিনই ভিড় সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা। পুজোয় এখন চতুর্থী থেকেই সাধারণ মানুষ ঠাকুর দেখতে রাস্তায় বেরিয়ে পড়েন। শনি ও রবিবার হওয়ায় ভিড় আরও বাড়বে। তাঁদের কথা ভেবেই বিশেষ পরিষেবা এগিয়ে আনার ভাবনা। অন্যদিকে, চতুর্থী থেকে নবমী পরিবহণ দপ্তরের তরফে আনা হচ্ছে হপহপ পরিষেবা। এক টিকিটেই ঘুরে বেড়ানো যাবে গোটা দিন। চড়া যাবে সরকারি বাসে, ট্রামে, ভেসেলে। যে বাসগুলো ঘুরে বেড়াবে বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া নয়া রুটে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে দুপুর ১২টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলবে এই পরিষেবা। দপ্তরের কর্তারা জানাচ্ছেন, একটি বাস গোটা কলকাতা ঘুরবে না। কলকাতাকে ভাঙা হবে চার-পাঁচটি ভাগে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য কলকাতা। প্রত্যেক দিকের বড়  পুজোকে কেন্দ্র করে তৈরি হবে বিভিন্ন রুট। শুধু বাসে নয়, মধ্য কলকাতার পুরনো এবং বনেদি বাড়ির পুজো দেখানো হবে ট্রামেও। ওই একই টিকিটে। দপ্তরের এক কর্তা জানান, সার্কুলার ভাবে এই পরিষেবা দিন-রাত চলবে। চতুর্থী থেকে শুরু হবে এই নয়া পরিষেবা। স্পেশ্যাল এই টিকিট পাওয়া যাবে সরকারি বিভিন্ন ডিপোয়।

[এলপিজি কেলেঙ্কারিতে গ্রেপ্তার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার]

কিন্তু পুজোর সময় রাতে তো রাস্তায় প্রচুর ভিড়। চালানো যাবে বাস? দপ্তরের এক আধিকারিক জানান, ট্রাফিকের যাতে কোনও সমস্যা না হয়, তেমনভাবেই রুটগুলো তৈরি হয়েছে। কারণ রাতে ভিড়ের চাপ বাড়বে। সেক্ষেত্রে যে রাস্তা দিয়ে মণ্ডপের কাছে দ্রুত পৌঁছানো যাবে, সেই দিকেই রুট থাকছে বাসের। শুধু কি বাসে, ট্রামে! ওই ১০০ টাকায় ঘুরে আসা যাবে ভেসেলেও। মানে কেউ যদি বেলুড় মঠের পুজো দেখতে চান তবে তিনিও বাগবাজার বা অন্য যে কোনও ঘাট থেকে ভেসেলে চড়ে মঠে গিয়ে ঠাকুর দেখে ফের ভেসেলে ফিরে আসতে পারবেন। জানান দপ্তরের এক কর্তা। পরিবহণ দপ্তর সূত্রে খবর, পুজোর রুটে প্রতি ১০ মিনিট অন্তর দেওয়া হবে বাস। এসি, নন-এসি দু’ধরনের বাসই থাকবে। ন্যূনতম ১০টি করে বাস রাখা হচ্ছে প্রতি রুটে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়ানো হবে।

[লোকসভা ভোটের আগে বাংলায় দলের রাশ নিজের হাতেই নিচ্ছেন অমিত শাহ]

অন্যদিকে মেট্রোও পুজোর ভিড় সামাল দিতে এবার প্ল্যানিং করছে চতুর্থী থেকেই। কারণ গত কয়েকবছরের ট্রেন্ড বলছে, চতুর্থী-পঞ্চমীতেই অষ্টমী-নবমীর তুলনায় ভিড় বেশি হয়। তাই এবার পুজোর পরিষেবার দিন এগিয়ে আনার পরিকল্পনা। যদিও মেট্রোর তরফে জানানো হয়েছে, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

The post এক টিকিটে চতুর্থী থেকেই ঠাকুর দেখা! ব্যাপারটা কী? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement