shono
Advertisement
PM-Chief justice meet

'ইফতার আর কারও বাড়ির গণেশ পুজো এক নয়', মোদি-চন্দ্রচূড় বিতর্কে নয়া তির কংগ্রেসের

প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে বিতর্ক চলছেই।
Published By: Subhajit MandalPosted: 11:04 AM Sep 13, 2024Updated: 11:43 AM Sep 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রী ব্যক্তিগত পরিসরে দেখা করতে পারেন কি? জাতীয় রাজনীতির নয়া বিতর্কে ফের বিজেপির দিকে তির ছুঁড়ল কংগ্রেস। হাত শিবির বলছে, ইফতার পার্টির মতো জনবহুল অনুষ্ঠানে দেখা করা, আর কারও বাড়িতে গিয়ে ব্যক্তিগত পরিসরে দেখা করাটা এক নয়।

Advertisement

আসলে, বুধবার দেশের প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোয় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী! এই ছবি ছড়িয়ে পড়তেই নানা রকম প্রশ্ন ওঠা শুরু করেছে সোশাল মিডিয়ায়। বিরোধীরা খোঁচা দিতে শুরু করে। প্রশ্ন উঠছে, সংবিধানের রক্ষাকর্তাকে ব্যক্তিগত পরিসরে শাসকের সঙ্গে একফ্রেমে দেখা কতটা শোভনীয়? বিরোধীরা বলেছে, এই ধরনের সাক্ষাৎ সংশয় তৈরি করেছে। কংগ্রেসের অভিযোগ ছিল, এতে প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

[আরও পড়ুন: জামিন পেলেন কেজরিওয়াল, জেলমুক্তি কবে?]

যার জবাব আসে বিজেপির তরফে। গেরুয়া শিবির আবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিংয়ের সঙ্গে তৎকালীন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণণের সৌজন্য সাক্ষাতের একটি ছবি পোস্ট করে কংগ্রেসকে পালটা দেয়। বিজেপির মুখপাত্র শেহজাহ পুনাওয়ালা সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘২০০৯- প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণণ। শশশ- এটাই সেকুলার… ন্যায়ব্যবস্থা নিরাপদে আছে। আর প্রধানমন্ত্রী মোদি প্রধান বিচারপতির বাড়িতে গণেশপুজোয় যোগ দিলেই- হে ঈশ্বর! ন্যায় ব্যবস্থার সঙ্গে আপস হয়েছে।’

[আরও পড়ুন: ‘জুনিয়র ডাক্তাররা বাড়াবাড়ি করছেন’, ইস্তফা দিয়েও নমনীয় হওয়ার বার্তা জহর সরকারের]

এবার সেই পোস্টের পালটা এল কংগ্রেসের তরফে। মুম্বই কংগ্রেসের সোশাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে, "কারও বাড়িতে গিয়ে একান্তে গণেশ পুজোয় যোগ দেওয়া আর সার্বজনীন জায়গায় ইফতার পার্টিতে যোগ দেওয়া এক নয়। গণেশ পুজোটা সমস্যার জায়গা নয়। সমস্যার জায়গাটা হল কারও বাড়িতে গিয়ে একান্ত সাক্ষাৎ করা। এই সহজ পার্থক্যটা বুঝতে পারছে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রী ব্যক্তিগত পরিসরে দেখা করতে পারেন কি? জাতীয় রাজনীতির নয়া বিতর্কে ফের বিজেপির দিকে তির ছুঁড়ল কংগ্রেস।
  • হাত শিবির বলছে, ইফতার পার্টির মতো জনবহুল অনুষ্ঠানে দেখা করা, আর কারও বাড়িতে গিয়ে ব্যক্তিগত পরিসরে দেখা করাটা এক নয়।
  • বুধবার দেশের প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোয় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী!
Advertisement