সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের (Congress) ইস্তেহারে প্রতিফলিত মুসলিম লিগের ভাবনা, সম্প্রতি ভোটপ্রচারে এই ভাষাতেই বিরোধী দলকে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার ওই মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনে নালিশ জানাল কংগ্রেস (Congress)। আজমের শরিফের সভায় মোদি আরও দাবি করেন, 'রাহুল গান্ধীর দলের ইস্তেহার মিথ্যায় ভরা, পাতায় পাতায় ভারত ভাঙার মন্ত্রণা দেওয়া হয়েছে ইস্তেহারে।' যদিও যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করল কংগ্রেস।
৬ এপ্রিল রাজস্থানের আজমেরে সভা করেন মোদি। সেখানেই দেশের বৃহত্তম দল কংগ্রেসের ইস্তেহার নিয়ে কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের স্বাধীনতার সময় মুসলিম লিগ যে চিন্তাভাবনা করত, কংগ্রেসের ইস্তেহারে সেই ধরনের ভাবনা প্রতিফলিত হয়েছে।’ প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ‘মুসলিম লিগ মার্কা ইস্তেহারের সবকিছুই ইতিমধ্যে দখল করেছে বামপন্থীরা। আজ কংগ্রেসের কাছে আদর্শ বা নীতি কোনও কিছুই অবশিষ্ট নেই। কংগ্রেস যেন সবকিছুই চুক্তিতে দিয়ে দিয়েছে। পুরো দলটিকে আউটসোর্স করতে হচ্ছে!’
[আরও পড়ুন: তৃণমূল নয়, বাংলায় ১ নং বিজেপি! লোকসভা ভোটের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের]
প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর দল মন্তব্য করেছে, বিজেপি ১৮০ আসনের গণ্ডি পেরোবে না বলেই ভয় পাচ্ছে, এই কারণেই হিন্দু-মুসলিম স্ক্রিপ্ট লিখে চলেছে। একধাপ এগিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তোপ দাগেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ওদের আদর্শের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং মুসলিমকে লিগকে সহযোগিতা করেছে। এর পর সোমবার কমিশনে গিয়ে লিখিত নালিশ জানাল কংগ্রেস।