shono
Advertisement

‘যিনি আপনাকে মন্ত্রী বানিয়েছেন…’, রাহুলের মন্তব্য নিয়ে প্রশ্ন তোলায় জয়শংকরকে তোপ কংগ্রেসের

মার্কিন সফরে রাহুলের মন্তব্য ঘিরে চলছে রাজনৈতিক চাপানউতোর।
Posted: 12:23 PM Jun 09, 2023Updated: 12:23 PM Jun 09, 2023

সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: বিদেশে গিয়ে দেশের অপমান করার ‘প্রথা’ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজেই। বিদেশমন্ত্রী এস জয়শংকরের বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে এই কথা বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। প্রসঙ্গত, মার্কিন সফরে গিয়ে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই আচরণের বিরোধিতায় সরব হন বিদেশমন্ত্রী। তাঁকে পালটা দিয়ে বৃহস্পতিবার মুখ খোলে কংগ্রেস (Congress)।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শংকর (S Jaishankar) বলেন, “বিদেশে গেলেই ভারতের নিন্দা করা রাহুল গান্ধীর স্বভাব হয়ে গিয়েছে। সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তারা দেখছে সঠিকভাবে নির্বাচন হচ্ছে। একেক সময়ে একেকটি দল জেতে। সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে সেটা দেশে থেকেই করা যায়। কিন্তু সেই অভিযোগ যদি ভিত্তিহীন হয়, তখনই সেটা বিদেশে নিয়ে যাওয়ার দরকার পড়ে। তারা ভাবে বিদেশিরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।”

[আরও পড়ুন: ‘আগে মনোনয়ন বিজেপি দেবে, বাধা দিলে হিসেব আছে’, ভোটের দিন ঘোষণা হতেই স্বমেজাজে দিলীপ]

বিদেশমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পালটা দেয় কংগ্রেস। টুইট করে জয়রাম রমেশ বলেন, “যিনি আপনাকে মন্ত্রী বানিয়েছেন, তিনিই আসলে বিদেশে গিয়ে ভারতের নিন্দা করার প্রথা শুরু করেছেন। আপনি সেটা জেনেও মেনে নিতে পারেন না মন্ত্রীমশাই।” সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা বলেন, “দেশের প্রাক্তন সরকারকে নিয়ে মশকরা করেন প্রধানমন্ত্রী। ৭০ বছরের ইতিহাস নিয়ে হালকাভাবে মন্তব্য করেন। কিন্তু রাহুল গান্ধী সত্যি কথা বলেন। গণতান্ত্রিক সংগঠনের উপর লাগাতার হামলা চলছে, সেটাই তুলে ধরেছেন।”

প্রসঙ্গত, মার্কিন সফরে রাহুলের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই একহাত নিয়েছেন স্মৃতি ইরানি। তিনি বলেন, “আপনি ভালবাসা নিয়ে এত কথা বলেন, তার জন্যই কি দেশের গণতন্ত্রে বিদেশিদের হস্তক্ষেপ দাবি করেন? দেশ নয়, নিজের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের কথা বলেন। এটা কেমন ভালবাসা?” যদিও রাহুলের মন্তব্যের পরের দিনই মার্কিন প্রশাসনের তরফে বলা হয়, ভারতের গণতন্ত্র খুবই প্রাণবন্ত। ওয়াকিবহাল মহলের মতে, এই বিবৃতির জেরে রাহুল গান্ধীর মন্তব্য খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। 

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী, মনোয়নের সময় বাড়ানোর দাবি, পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টে যাচ্ছেন শুভেন্দু-অধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement