বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: বুধবার উত্তরে নির্বাচনী প্রচারে অমিত শাহ। বিজেপিকে টেক্কা দিতে কংগ্রেসের হেভিওয়েট নেতানেত্রীরাও আসছেন দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহে। দার্জিলিং লোকসভা আসনে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে প্রচারে আনতে জোর তৎপরতা শুরু হয়েছে হাত শিবিরে। মঙ্গলবার রাতে দিল্লিতে বৈঠকে ঠিক হবে উত্তরে দলীয় নির্বাচনী সভার সূচি এবং বক্তা। অন্যদিকে রায়গঞ্জে এখনও মেলেনি সভার মাঠ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শেষ পর্যন্ত মাঠ পাওয়া না-গেলে ১৬ এপ্রিল রায়গঞ্জে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী।
কার্যত কাওয়াখালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার জবাব দিতেই দার্জিলিং জেলা কংগ্রেস নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে প্রচারে এনে চমক দিতে চাইছে। তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রচারে আসছেন একথা জানালেও কবে কোথায় সভা হবে, কে বক্তব্য রাখবেন মঙ্গলবার বিকেল পর্যন্ত কিছুই জানাতে পারেননি দলের প্রদেশ নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় তামাং বলেন, "আমার কাছে বক্তাদের যে তালিকা দিল্লি থেকে পাঠানো হয়েছে সেখানে সোনিয়া গান্ধী থেকে শুরু করে আমারও নাম রয়েছে। কিন্তু কবে কোথায় কোন সভায় কে থাকবেন সেটা এখনও ঠিক হয়নি। মঙ্গলবার রাতে ওই বিষয়ে দিল্লিতে বৈঠক আছে। সেখানেই সব চূড়ান্ত হবে।"
[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে মহিলাদের চুমু, পিঠে হাত খগেনের! বিজেপি প্রার্থীর কাণ্ডে বিতর্ক তুঙ্গে]
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ভোট প্রচারে দলের যে নেতানেত্রীরা আসতে চলেছেন তাদের মধ্যে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সচিন পাইলট, ইমরান প্রতাপগুড়ি রয়েছেন। তারা বহরমপুর, মালদহ, দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভা করবেন। সিকিম এবং উত্তরবঙ্গে সভা করার কথা প্রিয়ঙ্কার। মল্লিকার্জুন সভা করবেন দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে দার্জিলিং জেলা কংগ্রেস থেকে প্রিয়াঙ্কাকে চেয়ে দিল্লিতে মেল পাঠানো হয়েছে। দলের জেলা কমিটির সম্পাদক জীবন মজুমদার বলেন, "অনেকেই সভা করতে আসছেন। যতদূর খবর প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রথমে আসবেন। বুধবার সেটা জানিয়ে দেওয়া সম্ভব হবে।" জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কার সভার জন্য শিলিগুড়ি ও চোপড়ার মাঝামাঝি এলাকার কথা ভাবা হয়েছে। পরবর্তীতে অন্য বক্তাদের নিয়ে ভিন্ন জায়গায় সভা করানো হবে।
এদিকে, মোদির পর বুধবার উত্তরে নির্বাচনী প্রচার শুরু করছেন অমিত শাহ। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সংলগ্ন পাথরঘাটায় সভা করবেন তিনি। ১৬ এপ্রিল বালুরঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামচাঁদ ঘোষ বলেন, "১৬ এপ্রিল রায়গঞ্জ এবং বালুরঘাট দু'জায়গায় প্রধানমন্ত্রীর সভা আছে। রায়গঞ্জে এখনও মাঠ মেলেনি। শেষ পর্যন্ত না পাওয়া গেলে প্রধানমন্ত্রী সেখানে রোড শো করতে পারেন।" তিনি জানান, আপাতত দার্জিলিং লোকসভা কেন্দ্রে দলের হেভিওয়েট কোনও নেতার সভার পরিকল্পনা নেই। সেখানে এলাকা ভিত্তিক প্রচারে জোর দিতে বলা হয়েছে। সেভাবেই কাজ চলছে।