shono
Advertisement
Narendra Modi

শাহজাদার বয়েসের চেয়েও কম আসন পাবে কংগ্রেস: বঙ্গে প্রচারে এসেও মোদির নিশানায় রাহুল

পরিবারবাদের রাজনীতির বিরুদ্ধে ফের সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published By: Amit Kumar DasPosted: 01:42 PM May 12, 2024Updated: 01:42 PM May 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গে ভোট প্রচারে এসে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিশানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। নাম করে ফের তাঁকে 'শাহজাদা' কটাক্ষ করে মোদি বললেন, এবারের লোকসভা নির্বাচনে শাহজাদার বয়েসের চেয়েও কম আসন পাবে কংগ্রেস (Congress)। যার অর্থ লোকসভায় এবার ৫৩ আসনও পাবে না শতাব্দী প্রাচীন কংগ্রেস দল।

Advertisement

রবিবার হুগলির চুঁচুড়ায় নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, "বিজেপি ও এনডিএ এবার ৪০০ আসন পার করতে চলেছে। এই ৪০০ পার কোনও স্লোগান নয়, এটা দেশের কোটি কোটি মানুষের সংকল্প। প্রথম ৩ দফায় আমাদের সমর্থন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।" এর পরই কংগ্রেস তথা বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "বিজেপি ও এনডিএকে তো আপনারা ৪০০ পার করে দেবেন। কিন্তু লিখে রাখুন কংগ্রেসের শাহজাদার যত বয়েস কংগ্রেস তার জেয়েও কম আসন পেতে চলেছে। এই জনসভার ভিড় বলে দিচ্ছে, আপনারা যে শক্তিশালী সরকার গঠন করতে চলেছেন তাতে কোনও সন্দেহ নেই। আবার একবার আসতে চলেছে মোদি সরকার।"

[আরও পডুন: শোভন-সোহিনীর বিয়ের চর্চার মাঝেই স্বস্তিকা-ইমনের দেখা, ‘এক্স-কে নিয়ে গসিপ?’, প্রশ্ন নেটপাড়ার]

শুধু তাই নয়, বিরোধীদের পরিবারবাদের রাজনীতিকেও এদিন নিশানা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "মৃত্যুর পর সন্তানের যাতে কোনও সমস্যা না হয় তাঁর জন্য পরিবারের প্রধান তাঁর সন্তানের জন্য কিছু দিয়ে যেতে চান। কিন্তু মোদির ওয়ারিশ কে? আমি কার জন্য দিয়ে যাব?" এর পর নিজেই উত্তর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমার ওয়ারিশ আপনারা। আমার ওয়ারিশ গোটা দেশ। আপনাদের ছাড়া আমার এই পৃথিবীতে কিছু নেই। তাই আমিও পরিবারের প্রধানের মতো আমার এই পরিবারের সন্তানের জন্য বিকশিত ভারত গঠন করে তাঁদের হাতে দিতে চাই।"

[আরও পডুন: এবার মল্লিকার্জুন খাড়গের চপারে তল্লাশি! ‘শুধু কি বিরোধীরাই নিশানায়’, প্রশ্ন কংগ্রেসের]

এই সূত্র ধরেই তৃণমূল ও অন্যান্য বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, "অন্যদিকে তৃণমূলকে দেখুন। অন্যান্য দলগুলিকে দেখুন। ওরা সবাই দেশের জনতাকে, আপনাকে লুঠ করে চলেছে। নিজের ওয়ারিসের জন্য বাংলো বানাচ্ছে, মহল বানাচ্ছে। কিন্তু মোদিও কম নয়, আমার ওয়ারিশ গরিবদের ৪ কোটি মানুষকে বাড়ি দিয়েছি। আরও ৩ কোটি মানুষকে দেব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভায় এবার ৫৩ আসনও পাবে না শতাব্দী প্রাচীন কংগ্রেস দল, দাবি মোদির।
  • 'আমার ওয়ারিশ আপনারা, আমার ওয়ারিশ গোটা দেশ', ভোট প্রচারে এসে দাবি মোদির।
  • আমি আমার পরিবারের সন্তানের জন্য বিকশিত ভারত গঠন করব, বার্তা প্রধানমন্ত্রীর।
Advertisement