shono
Advertisement

টাইমস স্কোয়্যারে রামমন্দির উদ্বোধনের সম্প্রচার, শ্রীরাম ধ্বনিতে মুখরিত হবে মার্কিন মুলুকও

দেশের প্রতিটি বুথে জায়ান্ট স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান দেখাবে বিজেপি।
Posted: 08:17 PM Jan 07, 2024Updated: 08:56 PM Jan 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনের সরাসরি সম্প্রচার হবে ঐতিহাসিক টাইমস স্কোয়্যারে। সূত্রের খবর, আগামী ২২ জানুয়ারি নিউ ইয়র্কের ঐতিহাসিক চত্বরে দেখানো হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এছাড়াও নানা দেশের ভারতীয় দূতাবাসগুলোতেও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। সেদিন অনুষ্ঠানে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও রামমন্দিরের উদ্বোধন হবে তাঁরই হাতে।

Advertisement

সূত্রের খবর, ইতিমধ্যেই রামমন্দিরের উদ্বোধন প্রসঙ্গে সমস্ত তথ্য জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষত, রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময়ে যা কিছু ধর্মীয় আচার রয়েছে মোদি সেসমস্তই নিষ্ঠাভরে পালন করবেন। তাছাড়াও প্রাণ প্রতিষ্ঠার আগে যদি কোনও নিয়ম পালনের দরকার হয়, সেটাও করবেন বলে মোদি জানিয়ে দিয়েছেন রামমন্দির কর্তৃপক্ষকে। উদ্বোধনের জন্য নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করছেন প্রধানমন্ত্রী, তেমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। সবশেষে রামলালার মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: মোদিকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ, ‘চিনপন্থী’ মালদ্বীপে সাসপেন্ড তিন মন্ত্রী]

অন্যদিকে, সাজ সাজ রব গোটা অযোধ্যায়। সারা দেশ যেন রামমন্দিরের উদ্বোধনের সাক্ষী হতে পারে, সেই আয়োজনও শুরু করে দিয়েছে বিজেপি। দেশের প্রত্যেকটি বুথে জায়ান্ট স্ক্রিন লাগাবে গেরুয়া শিবির। তাছাড়াও অনেক দেশের ভারতীয় দূতাবাসে সরাসরি সম্প্রচার হবে গোটা অনুষ্ঠানের। বিজেপির এক নেতার মতে, দেশের সাধারণ মানুষ যেন রামলালার দর্শন পায় সেই জন্যই দলের তরফে এই পদক্ষেপ করা হচ্ছে।

২২ জানুয়ারি অর্থাৎ অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন অযোধ্যায় রীতিমতো মহোৎসবের আয়োজন করেছে রাম জন্মভুমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। সেই মহৎসবে যেমন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) থাকবেন, তেমনি থাকবেন দেশের প্রথম সারির সেলিব্রিটিরা। কিন্তু শুধু সেই মূল অনুষ্ঠান নয়। ওই দিনটাকে গোটা দেশের জন্যই বড়সড় ইভেন্টে পরিণত করতে চাইছেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় দাঁড়িয়ে দেশের ১৪০ কোটি ভারতবাসীর কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, ২২ জানুয়ারি দেশজুড়ে হোক অকাল দীপাবলি।

[আরও পড়ুন: মাঝ আকাশে আত্মীয়কে খুনের চেষ্টা নাবালকের! হুলুস্থুল কাণ্ড বিমানে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement