shono
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসে পরপর জঙ্গি হামলা কাশ্মীরে, শহিদ এক পুলিশকর্মী, আহত অন্তত দুই

হামলার নেপথ্যে রয়েছে লস্কর জঙ্গিরা, দাবি কাশ্মীর পুলিশের।
Posted: 09:51 AM Aug 16, 2022Updated: 09:51 AM Aug 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসেই পরপর জঙ্গি হানায় কেঁপে উঠল কাশ্মীর (Kashmir)। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে শহিদ হলেন এক পুলিশ কর্মী। আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন আরও একজন পুলিশ কর্মী। সোমবার শ্রীনগর এবং কুলগামে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি জঙ্গি হামলা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ (Kashmir Police)।

Advertisement

সোমবার স্বাধীনতা দিবসের (Independence Day) বিকেলে শ্রীনগরে কাশ্মীর পুলিশের কন্ট্রোল রুম লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গ্রেনেডের আঘাতে আহত হন এক পুলিশকর্মী। একজন সাধারণ নাগরিকও ঘটনায় আহত হয়েছেন। আপাতত দু’জনেই হাসপাতালে ভরতি রয়েছেন। এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোন জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে, এখনও তা জানা যায়নি।

[আরও পড়ুন:অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির]

অন্যদিকে, কুলগামে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সেই সময় আহত হন তাহির খান নামে এক পুলিশকর্মী। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। তার পরের দিনই নওহাটাতে লস্কর-ই-তইবা (LeT) জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে কাশ্মীর পুলিশ। এনকাউন্টার শুরু হতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সেই সময়েই আহত হন সরফরাজ আহমেদ নামে এক পুলিশকর্মী।

স্বাধীনতা দিবসে ব্যাপক জঙ্গি হামলা হতে পারে কাশ্মীরে, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে। সেই কারণে উপত্যকায় জোরদার নিরাপত্তা থাকা সত্বেও লাগাতার হামলা চালিয়েছে জঙ্গিরা। কিছুদিন আগেই রাজৌরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন তিন জওয়ান। সেই হামলার দায় স্বীকার করেছিল পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী।

[আরও পড়ুন: AIFF-কে সাসপেন্ড করল ফিফা, সংকটে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement