shono
Advertisement

প্রচুর কর্মী নিয়োগ করবে বিএসএফ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

জেনে নিন আবেদনের পদ্ধতি৷ The post প্রচুর কর্মী নিয়োগ করবে বিএসএফ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM Jan 27, 2019Updated: 07:58 PM Jan 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মাধ্যমিক পাশ? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর৷ কারণ, একাধিক শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)৷ কনস্টেবল ট্রেডসম্যান পদের একাধিক বিভাগে মোট ১৭৬৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ পুরুষ এবং মহিলা উভয়েই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ www.bsf.nic.in -এই ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আপনি৷ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷

আবেদনের যোগ্যতা:

১. মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদের জন্য আপনি আবেদন করতে পারেন৷
২. বিএসএফের যেকোনও পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে, সেই প্রার্থী অগ্রগণ্য৷
৩. পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারেন৷

Advertisement

হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

শারীরিক সক্ষমতা:
১. পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার উচ্চতা হতেই হবে৷ না ফুলিয়ে ছাতি হতে হবে ৭৮ সেন্টিমিটার৷ ফুলিয়ে ছাতি হতে হবে ৮৩ সেন্টিমিটার৷
২. মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার৷
আবেদনের বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ ১ আগস্ট, ২০১৯-এর হিসাবে সর্বোচ্চ ২৩ বছর বয়সিরা এই শূন্যপদগুলি আবেদনের যোগ্য৷ তফশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷

প্রচুর কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার, স্নাতক হলেই করা যাবে আবেদন

আবেদনের পদ্ধতি:
www.bsf.nic.in -এই ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে৷ অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, লাদাখের প্রার্থীদের ২৪ ফ্রেবুয়ারির মধ্যে আবেদন করতে হবে৷ পরীক্ষার দিনক্ষণ জানার জন্য ওই ওয়েবসাইটেই নজর রাখতে হবে৷
বেতন:
লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থী চাকরি পাওয়ার পর ন্যূনতম ২১ হাজার ৭০০ টাকা বেতন পাবেন৷ গ্রেডের ভিত্তিতে সর্বোচ্চ ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত পাবেন নবনিযুক্ত প্রার্থীরা৷  

The post প্রচুর কর্মী নিয়োগ করবে বিএসএফ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement