সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খলিস্তান টাইগার ফোর্সে’র প্রধান হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারত-কানাডা কূটনৈতিক যুদ্ধ চরমে উঠল। মঙ্গলবার রাতে কানাডার (Canada) নাগরিকদের উদ্দেশে জরুরি ভিত্তিতে একটি নির্দেশিকা জারি করেছে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকার। সেখানে সরাসরি কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে ভারতকে খোঁচা দেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কারণে কানাডিয়ান নাগরিকদের জম্মু-কাশ্মীরে যেতে বারণ করা হয়েছে। যেহেতু ওই এলাকা ‘জঙ্গি উপদ্রুত’। যে কোনও মুহূর্তে খুন এবং অপহরণের আশঙ্কা রয়েছে। এমনকী এই মুহূর্তে ভারতে থাকা নাগরিকদের উদ্দেশে কানাডা সরকারের পরামর্শ, খুব প্রয়োজন না হলে ভারত ছাড়ুন।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)