সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়াডে (Asian Games) ফের ‘ষড়যন্ত্রের’ শিকার ভারতীয় অ্যাথলিট। জ্যোতি ইয়াররাজির পর বুধবার অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়াকেও (Neeraj Chopra) কার্যত হেনস্তার মধ্যে ফেললেন চিনের আয়োজকরা। জ্যাভলিন ফাইনালে দুরন্ত থ্রো করার পরেও বাতিল করে দেওয়া হয় নীরজের পারফরম্যান্স। নতুন করে থ্রো করতে বলা হয় ভারতের সোনার ছেলেকে। তার প্রভাব পড়ে নীরজের খেলায়। চতুর্থবার থ্রো করে সোনা নিশ্চিত করেন তিনি।
বুধবার জ্যাভলিন থ্রো ফাইনালে প্রথমদিকেই নীরজের থ্রো করার পালা ছিল। নিজের স্বভাবোচিত ভঙ্গিতেই দুরন্ত থ্রো করেন তিনি। ভিডিও দেখে অনুমান করা যায়, ৮৫ মিটারেরও বেশি দূর পৌঁছে গিয়েছিল নীরজের জ্যাভলিন। প্রথম থ্রো দেখার পর উচ্ছ্বসিত হয়ে পড়েন নীরজ-সহ ভারতীয় দলের প্রত্যেক সদস্য। কিন্তু সেই সময়েই নীরজকে থামিয়ে দেন আয়োজকরা। চিনা আধিকারিকদের বেশ কয়েকজন মিলে আলোচনা শুরু করেন।
[আরও পড়ুন: ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া, বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত রোহিতরা?]
পরে জানানো হয়, আয়োজকদের ত্রুটির কারণে নীরজের থ্রোয়ের দূরত্ব মাপা যায়নি। ফলে নীরজের প্রথম থ্রোটি বাতিল বলে ঘোষণা করেন চিনা আয়োজকরা। ফের নতুন করে শুরু করতে বলা হয় নীরজকে। ভালো শুরু করেও বাতিল থ্রোয়ের ফলে বেশ খানিকটা ফোকাস হারিয়ে ফেলেন তিনি। তাই মাত্র ৮২.৩৮ মিটার দূরত্বে প্রথম থ্রো করেন ভারতের সোনার ছেলে। পরে অবশ্য ৮৮.৮৮ মিটার ছুঁড়ে এই মরশুমের সেরা পারফরম্যান্স করে এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনার পদক জেতেন নীরজ।
প্রসঙ্গত, এর আগেও ১০০ মিটার হার্ডলসে চিনা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ভারতীয় অ্যাথলিট জ্যোতি ইয়াররাজি। দৌড় শুরুর আগে আচমকাই জ্যোতিকে ডিসকোয়ালিফাই করেন চিনা আয়োজকরা। তাঁদের মতে, স্টার্টিং পয়েন্ট থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন জ্যোতি। আয়োজক আধিকারিকদের এই সিদ্ধান্ত শুনে সঙ্গে সঙ্গে রিভিউয়ের দাবি জানান ভারতের অ্যাথলিট। রিভিউ করে দেখা যায়, ইয়ান্নিই এক পা এগিয়ে থেকে দৌড় শুরু করেছেন। ফলে ডিসকোয়ালিই হয়ে যান চিনা প্রতিযোগী।