shono
Advertisement

অযোধ্যায় ভূমিপুজোর তিথিতেই তৃণমূল নেতার রামপুজো, দলের অন্দরে তুমুল বিতর্ক

বিতর্কের মুখে পড়ে ব্যক্তিগত ধর্মাচরণের সাফাই দিলেন তিনি। The post অযোধ্যায় ভূমিপুজোর তিথিতেই তৃণমূল নেতার রামপুজো, দলের অন্দরে তুমুল বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:03 PM Aug 05, 2020Updated: 11:10 PM Aug 05, 2020

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রাম মন্দিরের (Ram Temple) ভূমিপুজোর দিন মন্দিরে গিয়ে রামচন্দ্রের পুজো করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। পুরুলিয়ার আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে বুধবার রেল শহর আদ্রার নর্থ এলাকার রাম মন্দিরে গিয়ে পুজোপাঠ করেন। সঙ্গে ছিলেন অনুগামীরাও। নিমেষের মধ্যে সেই পুজোর ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে বিতর্ক দানা বাঁধে তৃণমূলের অন্দরে। তবে ধনঞ্জয়বাবুর সাফ কথা, “রামচন্দ্র আমাদের দেবতা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিজেপিই শুধু রামের আরাধনা করবে, তা তো হতে পারে না। আমি এখানে একজন হিন্দু হিসাবে রামচন্দ্রের পুজো করলাম।”

Advertisement

আসলে রেল শহর আদ্রায় বিজেপিকে কোনওভাবেই জমি ছাড়তে রাজি নয় তৃণমূল। তার পদক্ষেপ হিসেবেই আদ্রা শহর তৃণমূল সভাপতির এ এক রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছে তাঁর ঘনিষ্ঠ মহল। বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। দলের জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারব।” তবে তৃণমূল নেতার এই পুজোকে ইতিবাচক বলে ধরে নিয়েছে পুরুলিয়া জেলা বিজেপি। জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর কথায়, “ওই নেতা বিজেপিতে আসতে চান, তাই আজকের দিনে রামের পুজো করলেন।”

[আরও পড়ুন: অযোধ্যা যাত্রায় করোনা কাঁটা, লকডাউনে বাড়িতে বসেই পূজার্চনা বঙ্গ বিজেপি নেতৃত্বের]

এদিকে, এদিনই খনি অঞ্চল নিতুড়িয়ায় শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির তরফে নিতুড়িয়া ব্লক তৃণমূল সভাপতি তথা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নিজের বাড়িতে বৃক্ষরোপণ করে রাম বন্দনা করেন। তাঁরও স্পষ্ট ব্যাখ্যা, “আমি একজন হিন্দু। আর রামচন্দ্র আদর্শ পুরুষ। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই লকডাউন মেনে নিজের বাড়িতেই গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা দিলাম। ভজনের মাধ্যমে একতার বার্তা দিয়ে বলতে চাই, হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই-ভাই। আমার ভারত মহান। মহান আমার হিন্দুস্তান।”

ছবি: সুনীতা সিং।

[আরও পড়ুন: অভাব ঘোচাতে বাড়িতে লুকিয়ে কারখানার কাজে যোগ, প্রথম দিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের]

The post অযোধ্যায় ভূমিপুজোর তিথিতেই তৃণমূল নেতার রামপুজো, দলের অন্দরে তুমুল বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার