shono
Advertisement

ইংল্যান্ডের রানির থেকেও বেশি সম্পত্তি! কর এড়িয়ে বিতর্কে ইনফোসিস কর্তার মেয়ে

ব্রিটিশ অর্থমন্ত্রীর স্ত্রী ও নারায়ণমূর্তির মেয়ে অক্ষতার দাবি, কর তিনি নিয়মিত দিচ্ছেন।
Posted: 05:52 PM Apr 09, 2022Updated: 05:55 PM Apr 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন অর্থের পাহাড়। সম্পত্তির হিসেবনিকেশ দেখে চোখ কপালে অনেকের। ভাবছেন তো, কার কথা বলা হচ্ছে? এত পাহাড়প্রমাণ সম্পত্তির মালিক ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) স্ত্রী অক্ষতা নারায়ণমূর্তি। তাঁর আরও একটি পরিচয় অবশ্য আছে। ইনফোসিস (Infosys) কর্তা এন নারায়ণমূর্তির (N.R Narayan Murthy) মেয়ে অক্ষতা। অঙ্কের হিসেব করলে যা দেখা যাচ্ছে, তাতে অক্ষতার সম্পত্তির পরিমাণ ব্রিটিশ রানির চেয়েও বেশি! আর তিনি নাকি ক্রমাগত কর এড়িয়ে চলেছেন। এই অভিযোগ উঠছে। যদিও অক্ষতার দাবি, কর তিনি নিয়মিতই দেন।

Advertisement

সপরিবারে অক্ষতা নারায়ণমূর্তি

কিন্তু প্রশ্ন হচ্ছে, জনসনের অর্থমন্ত্রী ঋষি সুনকের স্ত্রীর এত পরিমাণ অর্থের উৎস কী? জানা যাচ্ছে, বাবার ব্যবসা থেকে প্রাপ্ত শেয়ারেই ফুলেফেঁপে উঠছেন অক্ষতা। নারায়ণমূর্তির ইনফোসিসে এক শতাংশ শেয়ারও নেই তাঁর। রয়েছে ০.৯১ শতাংশ শেয়ার। যার বাজারমূল্য ৬৯ কোটি পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৬৮৩০ কোটি টাকা। আর এই শেয়ারের ডিভিডেন্ড বাবদ ১.১৬ কোটি পাউন্ড আসে অক্ষতার ঝুলিতে। সে অর্থে আয়ের অঙ্ক বিপুল। তবে সুবিধা একটাই। ব্রিটিশ নাগরিক নন তিনি। তাঁর স্টেটাস নন-ডোমিসাইল (Non Domicile)। ভারতের নাগরিকত্ব থাকায় দ্বৈত নাগরিকত্ব পাবেনও না। অর্থাৎ স্থায়ী নাগরিক নন। তাই করের কড়াকড়ি তাঁর উপর নেই। সেই সুযোগেই আয় বেশি, ব্যয় ন্যূনতম নারায়ণমূর্তির মেয়ের।

[আরও পড়ুন: একধাক্কায় অনেকখানি সস্তা হল কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, জেনে নিন নতুন দাম

এখন অক্ষতার এই সম্পত্তি নিয়েই যত শোরগোল ব্রিটেনের (Britain) অন্দরে। সে দেশের বিরোধী লেবার পার্টির অভিযোগ, স্বামী ঋষি সুনক ব্রিটেনের অর্থমন্ত্রী হওয়ায় করের বোঝা চাপিয়ে চলেছেন দেশবাসীর উপর। অথচ তাঁর স্ত্রী কর ফাঁকি দিয়ে চলেছেন। যদিও সরকারি মুখপাত্রের দাবি, অক্ষতা ব্রিটেনে রোজগারের উপর কর দেন। প্রসঙ্গত, ২০১৮ সালে ব্রিটিশ অর্থমন্ত্রীর পদে বসার সময় নিজের স্ত্রীর অবস্থানের কথা জানিয়েছিলেন। অক্ষতার নন-ডোমিসাইল স্টেটাসের কথা তাই কারও অজানা নয়। তবু বিতর্ক থামে না। বিশেষজ্ঞরা বলছেন, নন-ডোমিসাইল তকমা ছাড়তেই পারেন অক্ষতা। তখন তাঁকে ব্রিটিশ নাগরিকদের মতো মোটা অঙ্কের কর দিতে হবে।

[আরও পড়ুন: আকাশ থেকে রাতারাতি পাতালে বরিস বেকার, সম্পত্তি গোপন করে সাত বছরের জেলের মুখে কিংবদন্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement