shono
Advertisement

Breaking News

পাত্রী চাই! ডিভোর্স নিয়ে টানাপোড়েনের মাঝেই ফেসবুকে লিখলেন নোবেল

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার নোবেল।
Posted: 09:01 PM Oct 10, 2021Updated: 09:01 PM Oct 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডির্ভোস নিয়ে চাপানউতোরের মাঝেই এবার পাত্রীর সন্ধানে নোবেল (Mainur Ahsan Noble)। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পাত্রীর খোঁজ শুরু করলেন তিনি। এহেন আচরণের জেরে নেটিজেনরা তুলোধোনা করতেও ছাড়েনি সদা বিতর্কিত এই গায়ককে।

Advertisement

বিয়ের পর বেশ কিছুদিন স্বাভাবিক ছন্দেই চলেছিল সারেগামাপা খ্যাত বাংলাদেশের বিতর্কিত সংগীত শিল্পী মইনুল আহসান নোবেলের সংসার। তবে কয়েকমাস আগে বোঝা গিয়েছিল ছন্দপতন হয়েছে। ফেসবুকে বাবা হওয়ার খবর প্রকাশ করে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন নোবেল। কারণ, নোবেলের স্ত্রী সালসাবেল মাহমুদ জানিয়েছিলেন, এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: পরকীয়ায় লিপ্ত স্বামী! বাংলাদেশের বিতর্কিত সংগীত শিল্পী নোবেলকে বিচ্ছেদের নোটিস স্ত্রীর]

এই টানাপোড়েনের মাঝে ১১ সেপ্টেম্বর নোবেলকে বিচ্ছেদের নোটিস পাঠান স্ত্রী সালসাবিলা। বিচ্ছেদের নোটিস পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নোবেল। ফেসবুক পোস্টে লেখেন, ‘ডিভোর্স’ (Divorce)। বিচ্ছেদের নোটিস হাতে পেলেও মোটেও বিচলিত নন বলেই দাবি করেছিলেন বাংলাদেশি গায়ক। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। সালসাবিলা দাবি করেন, একাধিক নারীর প্রতি আকৃষ্ট নোবেল। তারপরই স্ত্রীর বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেন নোবেল। টাকার লোভে স্ত্রী তাঁকে খুন করার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন। আবারও বিয়ে করার পরিকল্পনা করেন নোবেল। দাবি করেন, এবার সুন্দরী, ভাল কোনও মেয়েকে বিয়ে করবেন।

 

এসবের মাঝেই শনিবার ফেসবুক পোস্টে পাত্রীর সন্ধান করলেন নোবেল। লিখলেন ‘পাত্রী চাই!’ স্ত্রীর থেকে ডিভোর্সের নোটিস পেতে না পেতেই এই পাত্রীর সন্ধান নিয়ে নোবেলকে তুলোধোনা করেছেন নেটিজেনরা। আবার ঠাট্টাও করেছেন অনেকে। উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলের সঙ্গে বিয়ে হয় নোবেলের। তবে বিয়ের ৬ মাস কাটতে না কাটতেই সুখের সংসারে ফাটল ধরে। 

 

[আরও পড়ুন: ‘এবার কোনও সুন্দরীকে বিয়ে করব’, বিচ্ছেদের নোটিস পেয়েই নয়া পরিকল্পনা নোবেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement