জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দলের নেতারা কখনও সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন। কখনও আবার রানি রাসমনির সঙ্গে। এবার তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী দলনেত্রীকে শচিন তেণ্ডুলকর ও লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করলেন। এই মন্তব্যের জন্য বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।
দুর্গাপুজোর পর তৃণমূলের তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে বনগাঁ খেলাঘর ময়দানে তৃণমূলের সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। জেলার নেতা, কয়েক হাজার কর্মী-সমর্থকদের পাশাপাশি সেখানে যান বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে তিনি বলেন, “শচীন তেণ্ডুলকর, লতা মঙ্গেশকরকে ঈশ্বর যেমন পৃথিবীতে পাঠিয়েছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঈশ্বর পাঠিয়েছেন পৃথিবীতে।” অর্থাৎ তাঁদের মতোই প্রতিভাবান মমতা বন্দ্যোপাধ্যায়, সম্ভবত এমনটাই বলতে চেয়েছেন তিনি।
[আরও পড়ুন: পাহাড়ের কোলে মন্দির, দর্শনার্থীরা প্রবেশ করলেই লিফটে চেপে নামবেন দেবী, বারাসতের কালী পুজোয় চমক]
এদিন বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “দলের কিছু নেতা যদি ভুল করে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভুল করবেন না৷ দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা হচ্ছে৷ দলে দুর্নীতিগ্রস্তদের কোনও জায়গা হবে না৷ আগামী নির্বাচনে টিকিটও দেওয়া হবে না৷”
রাজ চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে বিদ্রুপ করেছেন বিরোধীরা। সমালোচনার ঝড়ও উঠেছে। এদিন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। যে যেভাবে পারছেন নেত্রীকে খুশি করার চেষ্টা করেছে।”