অভিষেক চৌধুরী, কালনা: বিজেপির সদস্য হলেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পের ৩ হাজার টাকা। কালনার অনুষ্ঠান থেকে এমনই বেফাঁস মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।
সোমবার কালনা শহরের ‘পুরশ্রী’- তে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংগঠনিক বৈঠক ও সদস্যতা অভিযান কর্মশালা করেন। সেখানেই একাধিক বিষয় নিয়ে কথা বলেন সুকান্ত। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার দায়িত্ব বিজেপির হাতে দেওয়ার কথা বলেন। বাংলার মা-বোনেদের বিজেপির সদস্য হওয়ার আহ্বান জানান। তখনই বেফাঁস মন্তব্য করে বসেন বিজেপি সাংসদ। সুকান্ত বলেন, "মহিলারা কেন বিজেপির সদস্য হবেন? কারণ, সদস্য হলে তাঁরা অন্নপূর্ণা প্রকল্পের ৩ হাজার টাকা করে পাবেন।" বিজেপি সাংসদের এই মন্তব্যেই দানা বেঁধেছে বিতর্ক। তৃণমূলের দাবি, টাকার বিনিময়ে সদস্য কিনতে চাইছেন তিনি।
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে পূর্বস্থলীতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির উপস্থিতিতে বুথ সম্মেলনে একজন-দুজন নয়, ৩৬১ জন বুথ সভাপতি গরহাজির ছিলেন। জেলা নেতৃত্বের কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিতে দেখা যায় অনেককেই। এই বুথ ভিত্তিক নড়বড়ে সংগঠন নিয়ে দল এই জেলায় দেড় লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট কীভাবে পূরণ করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। কারণ, বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে বই কমেনি।