টিটুন মল্লিক, বাঁকুড়া: এবার বেফাঁস বিজেপি বিধায়ক। তৃণমূল কর্মীরা আক্রমণ করলে পালটা কামড়ে মাংস তুলে নেওয়ার নিদান দিয়ে বিতর্কে অমরনাথ শাখা। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কর্মীদের মনোবল বাড়াতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসছেন বিভিন্ন দলের নেতা কর্মীরা। রবিবার বাঁকুড়ার ওন্দা ব্লকের পুঞ্চা শিবতলা এলাকায় ২৯ নভেম্বরের কলকাতার সভার প্রস্তুতি মিটিং করে বিজেপি। সেখানেই ছিলেন বিজেপির নেতাকর্মীরা। ছিলেন বিধায়ক অমরনাথ শাখা। সেখানেই বেফাঁস মন্তব্য করেন বিধায়ক। বলেন, “আগামী ২৯ নভেম্বর কলকাতার সভায় যোগ দিতে যাওয়ার সময় রাস্তায় তৃণমূল পথ আটকাতে পারে। তখন ওদেরও চেপে ধরে বাসে তুলবেন, তার পর গঙ্গার জলে চোবাবেন।”
[আরও পড়ুন: দুর্ঘটনাস্থলে ছিল না IDS! রেল ও বনদপ্তরের সমন্বয়ের অভাবে শাবক-সহ ৩ হাতির মৃত্যু?]
এখানেই শেষ নয়। অমরনাথ শাখা আরও বলেন, “কেউ এক গালে চড় মারলে আরেক গালে এমন কামড় দেবেন যে গাল থেকে যেন মাংস উঠে আসে।” বিজেপি বিধায়কের এহেন বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়া জেলাজুড়ে। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার আপত্তিকর মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার এই বিজেপি বিধায়ক। এ বিষয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, “মানুষকে উত্তপ্ত করতেই এই সকল বক্তব্য রাখছেন। এগুলো মেনে নেওয়া হবে না।”