shono
Advertisement

বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে মারের নিদান! ফের বিতর্কে উদয়ন গুহ

নিন্দায় সরব বিরোধীরা।
Posted: 04:14 PM Nov 20, 2023Updated: 04:14 PM Nov 20, 2023

বিক্রম রায়, কোচবিহার: ফের বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তৃণমূলের কোনও কর্মীর গায়ে হাত পড়লে পালটা মারের নিদান দিলেন তিনি। স্বাভাবিকভাবেই মন্ত্রীর এই মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।

Advertisement

রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সোমবার পথে নামে তৃণমূল। ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও। নিশীথ প্রামাণিকের এলাকা অর্থাৎ ভেটাগুড়ি থেকে বিজেপিকে একহাত নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। আক্রমণ করেন নিশীথ প্রামাণিককেও। তিনি দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রীর তত্ত্বাবধানে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে। এর পরই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের কোনও কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না।” বিজেপি কর্মীদের ঘর থেকে বের করে এনে মারধর করার কথা বলেন তিনি।

[আরও পড়ুন: Bidyut Chakrabarty: ৫ মামলার খাঁড়া, জিজ্ঞাসাবাদ করতে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বাংলোয় পুলিশ]

এ বিষয়ে বিজেপির কোচবিহারের জেলা সভাপতি বলেন, “কোচবিহার আর আগের মতো নেই। বর্তমানে এলাকায় সন্ত্রাস চালানোর মতো অবস্থায় নেই তৃণমূল। সেই কারণেই উদয়ন গুহরা বিজেপিকে ভয় পাচ্ছে। তাই এসব কথা বলে নতুন করে অশান্তি বাধাতে চাইছে। তবে বিজেপি কখনও আক্রমণ করে না, করবেও না।” প্রসঙ্গত, বরাবরই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান উদয়ন গুহ। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। তার পরও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি।

[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের পর এলাকায় অগ্নিসংযোগ, দলুয়াখাঁকিতে সাতদিন পর গ্রেপ্তার ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement