shono
Advertisement

‘দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়া’মন্তব্য প্রত্যাহার করেও ফের নিশীথকে খোঁচা উদয়নের, এবার কী বললেন মন্ত্রী?

ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
Posted: 02:27 PM Nov 18, 2022Updated: 04:32 PM Nov 18, 2022

বিক্রম রায়, কোচবিহার: বিতর্ক কিছুতেই পিচু ছাড়ে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন উদয়ন। এবার সেই মন্তব্য প্রত্যাহার করেও ফের তাঁকে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের মন্ত্রী। পাশাপাশি হুঁশিয়ারি দিলেন চেয়ার সরিয়ে নেওয়ার।

Advertisement

বৃহস্পতিবার দিনহাটার ভেটাগুড়ি অর্থাৎ নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকায় তৃণমূলের তরফে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সেই সভা থেকেই ফের নিশীথ প্রামাণিককে এক হাত নেন উদয়ন। নিশীথের দাঁড়ি-গোঁফ উপরে নেওয়া মন্তব্য প্রসঙ্গে বলেন, “আমি বলেছিলাম দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়ার কথা। তা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। তাতে মন্ত্রী নিজে বলেছেন যে, তিনি আমার ছেলের থেকেও ছোট, তাঁকে কেন এসব বললাম। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি।” এরপরই নিশীথকে খোঁচা দিয়ে উদয়ন গুহ বলেন, “ওনাকে তো মাঝে মধ্যেই জেলে যেতে হয়। ফলে দাঁড়ি-গোঁফ তো বারবেই। তা বারবার উপরে নেওয়া কারও পক্ষেই সম্ভব নয়।”

[আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকার স্বামীকে এলোপাথাড়ি কোপ যুবকের! তুমুল চাঞ্চল্য বারাকপুরে]

এরপরই সোনার দোকানে চুরি মামলা প্রসঙ্গ তুলে নিশীথ প্রামাণিককে আক্রমণ শানান উদয়ন। দলীয় কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “এমনভাবে ওনাকে ভোটে হারাতে হবে, বসার চেয়ার পিছনে সরাতে হবে।” এরপরই শুধু নিশীথ নন, তাঁর বন্ধুদেরও আক্রমণ করেন তিনি। যা নিয়ে নিয়ে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনি জটে জড়িয়েছেন উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: আদালত অবমাননার অভিযোগ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার