shono
Advertisement

ইসলাম গ্রহণ করলে খুনের মামলা থেকে মিলবে রেহাই, প্রস্তাব সরকারি কৌঁসুলির

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য! The post ইসলাম গ্রহণ করলে খুনের মামলা থেকে মিলবে রেহাই, প্রস্তাব সরকারি কৌঁসুলির appeared first on Sangbad Pratidin.
Posted: 10:02 AM Mar 30, 2017Updated: 02:01 PM Dec 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করলে খুনের মামলা থেকে রেহাই মিলবে৷ খুনের দায়ে অভিযুক্ত ৪২ জন খ্রিস্টান ধর্মালম্বীকে এমন পরামর্শই দিলেন পাকিস্তানের সরকারি কৌঁসুলি৷ পাক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত হয়েছে এই খবর৷

Advertisement

[বৈঠকে হিন্দু-মুসলিম নির্বিশেষে গাইতে হবে বন্দে মাতরম, নিদান মেয়রের]

পাকিস্তানে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ৪২ জন অভিযুক্তর বিরুদ্ধে ২০১৫-য় চার্চে জোড়া বিস্ফোরণের অভিযোগ রয়েছে৷ লাহোরে ওই বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়৷ অভিযুক্ত ৪২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আদালতে মামলা রুজু হয়৷ ওই মামলা চলাকালীনই অভিযুক্তদের ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিযুক্তদের পক্ষের আন্দোলনকর্মী জোসেফ ফ্রান্সি৷ তাঁর অভিযোগ, সরকারি কৌঁসুলি সইদ আনিস শাহ অভিযুক্তদের ধর্ম পরিবর্তনের বিনিময়ে সাজা মকুবের মতো বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন৷ ফ্রান্সির অভিযোগ, “সরকারি আইনজীবী অভিযুক্তদের গ্যারান্টি দিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের সাজা মকুব হয়ে যাবে৷”

দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে ফ্রান্সি জানিয়েছেন, অভিযুক্তরা এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছে, প্রয়োজনে ফাঁসির সাজা মেনে নিতেও তারা রাজি৷ ডেপুটি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটরের বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন না অভিযুক্ত পক্ষের আইনজীবী নসিব আঞ্জুম৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউন অভিযুক্ত কৌঁসুলির সঙ্গে যোগাযোগ করলে, প্রথমে তিনি এই অভিযোগ অস্বীকার করেন৷ পরে, তাঁর বক্তব্যের গোপন ভিডিওটি দেখালে তিনি সাফাই দেন, “আমি নেহাত প্রস্তাব দিচ্ছিলাম৷”

[Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য]

The post ইসলাম গ্রহণ করলে খুনের মামলা থেকে মিলবে রেহাই, প্রস্তাব সরকারি কৌঁসুলির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement