shono
Advertisement

ফের পুলিশ কর্মীর রহস্যমৃত্যু, নিউটাউনের বারাকে উদ্ধার ঝুলন্ত দেহ

মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
Posted: 12:47 PM Sep 23, 2021Updated: 01:28 PM Sep 23, 2021

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সকালে নিউটাউনে টেকনো সিটি থানার বারাকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। অস্বাভাবিকভাব এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

মৃতের নাম দিব্যেন্দু মাণিক। টেকনো সিটি থানার এসআই। কর্মঠ, দক্ষ কর্মী হিসেবই ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন তিনি। তবে কিছুদিন যাবৎ তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সঙ্গে কোনও অশান্তি চলছিল কি না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: কড়েয়ায় বহুতলে বিস্ফোরণ! ভাঙল বাড়ির একাংশ, জখম অন্তত ৪]

পুলিশ সূত্রে খবর, দিব্যেন্দুবাবুর সঙ্গীরাই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। থানায় খবর যায়। পরে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিউটাউনের মতো এলাকায় থানায় পুলিশ কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধছে। আত্মহত্যা নাকি খুন, খতিয়ে দেখছে পুলিশ। যদিও এ প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বিধাননগর পুলিশ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে কেশপুরে আত্মহত্যা করেন এক পুলিশ কর্মী। তাও আবার থানা লাগোয়া বারাকে। তবে কী কারণে ওই পুলিশ কর্মী আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। মৃতের নাম সঞ্জয় চৌধুরী (৪৭)। রাজ্য পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন তিনি। পুরুলিয়ার বাসিন্দা। যদিও বর্তমানে স্ত্রী, সন্তানকে নিয়ে মেদিনীপুরের পুলিশ কোয়ার্টারে থাকতেন। হঠাৎ কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তিনি, সে কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন তিনি। তবে পারিবারিক অশান্তির জেরে নাকি কাজের চাপে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, তা স্পষ্ট ছিল না।

[আরও পড়ুন: WB Bypolls: জোড়া নিম্নচাপের মধ্যেই নির্বাচন, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকছে NDRF]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement