shono
Advertisement

Breaking News

ডায়াবেটিসে ভুগছেন? ঘরোয়া উপায়ে রইল রোগমুক্তির দাওয়াই

কী সেই উপায়? The post ডায়াবেটিসে ভুগছেন? ঘরোয়া উপায়ে রইল রোগমুক্তির দাওয়াই appeared first on Sangbad Pratidin.
Posted: 08:12 PM Aug 15, 2018Updated: 08:42 PM Aug 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিকাংশ মানুষই এখন ডায়াবেটিসে আক্রান্ত৷ বর্তমান জীবনশৈলীই এই রোগের জন্য দায়ী বলে মত চিকিৎসকদের৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু-এর রিপোর্ট বলছে, প্রাপ্তবয়স্ক হতে না হতেই অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন৷ রিপোর্ট অনুযায়ী, ১৯৮০ সালে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ছিল ৪.৭শতাংশ৷ ২০১৪-র পর থেকে সেই সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে৷ হু-র রিপোর্ট বলছে, মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে ডায়াবেটিস৷  আর এই রোগ থেকে রক্ষা পেতে আজই তামার পাত্রে জল খাওয়া শুরু করুন৷ ঘরোয়া পদ্ধতিতে ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পাওয়ার মতো এর চেয়ে বড় উপায় আর কিছুই হতে পারে না৷ রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে অবশ্যই তামার পাত্রে জল পান করুন৷ দিনকয়েক পর রক্তপরীক্ষা করিয়ে দেখুন, হাতেনাতেই মিলবে উপকার৷

Advertisement

[কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? আজই মেনু থেকে বাদ দিন এই খাবারগুলি]

[অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহারে ক্ষতি হতে পারে আপনার বাচ্চার]

প্রাচীনকাল থেকে তামার পাত্রের প্রচলন রয়েছে আমাদের দেশে৷ জানেন কি পানীয় জল বিশুদ্ধ করার এটিই হল সবচেয়ে প্রাচীন পন্থা?  তামা হল অ্যান্টি অক্সিডেন্ট৷ তাই তামা দিয়ে তৈরি পাত্র ব্যাকটেরিয়া আক্রমণের থেকে মুক্তি দিতে পারে আপনাকে৷ মুক্তি পেতে পারেন পেটের রোগ থেকেও৷ তামার পাত্রের রাখা জল পান করলে কোষ্ঠকাঠিন্য ও অম্বলের সমস্যাও দূর হতে পারে৷ তামা মানুষের শরীরে কপারের অভাব পূরণ করতে সাহায্য করে৷ ফলে আমাদের শরীরে রক্তের ঘাটতি মেটে৷ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদের শরীরের রক্ষাকবচও একমাত্র তামাই৷  ডায়েরিয়া, জন্ডিস এবং অন্যান্য রোগের ব্যাকটেরিয়াকে ধ্বংস করেও আমাদের শরীর সুস্থ রাখে তামার পাত্রের জল৷  

[বাচ্চাদের খুব সাধারণ সমস্যা কোষ্ঠকাঠিন্য, জেনে নিন মুক্তির উপায়]

ওজন কমিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হতে চাইলে আজ থেকে অবশ্যই তামার পাত্রে রাখা জল পান করতে শুরু করুন৷ দিনকয়েকের মধ্যেই মিলবে উপকার৷ এছাড়া নিয়মিত তামার পাত্রে জল খেলে বাড়ে ত্বকের উজ্জ্বলতা৷ হাঁটুর ব্যথা ও বাতের সমস্যা থেকে মুক্তি পেতে হলেও তামার পাত্রে রাখা জল পান করলে উপকার মিলবে৷ ক্যানসারের মতো গুরুতর রোগের বিরুদ্ধে মোকাবিলা করতেও সাহায্য করে তামার পাত্র৷  

The post ডায়াবেটিসে ভুগছেন? ঘরোয়া উপায়ে রইল রোগমুক্তির দাওয়াই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement