shono
Advertisement

সংক্রমণ কমলেও মৃত্যুহারে উদ্বেগ, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৪৪৫৪

বেশ খানিকটা কমল অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা।
Posted: 09:46 AM May 24, 2021Updated: 09:58 AM May 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে কমছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিলেও, পরমুহূর্তেই বাড়ছে চিন্তা। কারণ, করোনা গ্রাফ বলছে, মৃত্যুহার কিন্তু এখনও অনেক বেশি। রবিবার রাতেই দেশে মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ৩ লক্ষ। তাতে বিশ্বের তালিকায় আমেরিকা, ব্রাজিলের পরই ঠাঁই হয়েছিল ভারতের। তৃতীয় দেশ হিসেবে এই রেকর্ড গড়েছে ভারত (India)। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের (Coronavirus) বলি ৪৪৫৪জন। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত ২ লক্ষ ২২ হাজার ৩১৫। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২ হাজার ৫৪৪ জন। এই মূহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬।

Advertisement

ICMR-এর পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ ২৮ হাজার ১২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার ভিত্তিতে পজিটিভিটি রেট কমছে বলে দাবি স্বাস্থ্যমহলের। এখনও পর্যন্ত দেশে মোট কোভিড (COVID-19) আক্রান্তের সংখ্য়া ২ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ৪৪৭। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার ১১ জন।

[আরও পড়ুন: নারদ মামলায় নয়া মোড়, হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ গঠনের বিরোধিতায় শীর্ষ আদালতে CBI]

জানুয়ারির মাঝামাঝি থেকে দেশে শুরু হয়েছে টিকাকরণ। এখনও পর্যন্ত ১৯ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৯৬২ জন টিকা পেয়েছেন। এই প্রকল্পে আরও গতি আনা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর টিকার সংকট তাতে বড় বাধা। যদিও সেই ঘাটতি মেটাতে দেশে কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পাশাপাশি বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দেশেই রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরির তোড়জোড় চলছে। অগাস্ট থেকে সেই কাজ শুরু হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেক্ষেত্রে হয়ত দেশের ভ্যাকসিন ভাণ্ডারে টান থাকবে না। তবে তার আগে পর্যন্ত করোনার মারে অধিক বিপর্যস্ত রাজ্যগুলিতে টিকা পাঠাতে বেশি উদ্যোগী কেন্দ্র।

[আরও পড়ুন: বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরল ৩ লক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement