shono
Advertisement

করোনা আবহে শত্রুতা ভুলে ভারতের পাশে থাকার বার্তা ইমরান খানের

বিপদের দিনে পড়শিদের পাশে পাওয়ার চেষ্টা করছেন পাক প্রধানমন্ত্রী।
Posted: 03:36 PM Apr 24, 2021Updated: 03:36 PM Apr 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। মারণরোগের হানায় দ্রুত চলছে মৃত্যুমিছিল। এহেন বিপদের সময় আজন্ম শত্রুতা ভুলিয়ে ভারতের জনগণের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের জন্য সংকট’, মোদিকে সাহায্যের আশ্বাস বাইডেন-বরিসের]

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান লেখেন, “ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চালানো ভারতের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে ও বিশ্বে যেখানে যাঁরা এই অতিমারীতে আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবসভ্যতার খাতিরে এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করতে হবে।” বলে রাখা ভাল, জন্মলগ্ন থেকেই ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছে পাকিস্তান। তবে মহামারীর তাণ্ডবে কার্যত বেকায়দায় ইসলামাবাদ। অবশেষে শত্রুতা ভুলে বিপদের দিনে পড়শিদের পাশে পাওয়ার চেষ্টা করছেন ইমরান খান। যদিও তাঁর এই বার্তায় কাশ্মীর সীমান্তে পরিস্থিতি পালটায়নি। এদিন সকালেও আন্তর্জাতিক সীমান্তের অন্য দিক থেকে ভারতের জমিতে অনুপ্রবেশের চেষ্টা করে পাক ড্রোন।

উল্লেখ্য, দৈনিক করোনা সংক্রমণের নিরিখে বিশ্বরেকর্ডের ধারা অব্যাহত রাখল ভারত। লাগাতার তিনদিন দেশে ৩ লক্ষের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়লেন। শনিবার সংখ্যাটা প্রায় সাড়ে ৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। যার জেরে স্রেফ ৩ দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল প্রায় ১০ লক্ষ। এর আগে বিশ্বের কোনও দেশেই সংক্রমণের এ হেন ভয়াবহ ছবি চোখে পড়েনি। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাটাও। লাগাতার তিনদিন দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর শনিবার সংখ্যাটা পেরিয়ে গিয়েছে আড়াই হাজারের গণ্ডিও। এদিকে, তাবড় তাবড় শক্তি ভারতকে সাহায্যের আশ্বাস দিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগেই সবরকমভাবে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও।

[আরও পড়ুন: ‘ভারতের করোনা পরিস্থিতি বিশ্বের জন্য সংকট’, মোদিকে সাহায্যের আশ্বাস বাইডেন-বরিসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement