shono
Advertisement

Breaking News

করোনা LIVE UPDATE: দেশে ফের দৈনিক সংক্রমণের রেকর্ড, মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়াল

একই সময় মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। The post করোনা LIVE UPDATE: দেশে ফের দৈনিক সংক্রমণের রেকর্ড, মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়াল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:21 AM Jun 13, 2020Updated: 03:19 PM Jun 13, 2020

আনলক ওয়ান পর্বে স্বাভাবিক হচ্ছে দেশ । তবে রোজই  করোনা সংক্রমণ রেকর্ড গড়ছে। বিশ্বের করোনা তালিকায় ইংল্যান্ডকে পিছনে ফেলে ভারত উঠে এসেছে চতুর্থ স্থানে। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩ জন। মৃত্যু হয়েছে ৮৮৮৪ জনের। পাশাপাশি এ রাজ্যেও করোনা সংক্রমণের হার বাড়ছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,২৪৪ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫১ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

দুপুর ৩.০০: করোনায় আক্রান্ত প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

দুপুর ২.১০: মধ্যপ্রাচ্য থেকে কেরলে ফিরতে হলে কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

দুপুর ১.০০: আগামী কাল থেকে খুলে যাচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান।

দুপুর ১২.৪০: মু্ম্বইয়ের হাসপাতালে করোনা চিকিতসায় অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। অভিযোগ মুম্বইবাসীদের। এমনকী, পরীক্ষা করতেও বেশি টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

দুপুর ১২.২০: উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সকাল ১১.৫০:
বড় সিদ্ধান্ত। উত্তরপ্রদেশের ১০ লক্ষ পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে হাজার টাকা করে জমা করবে যোগী সরকার।

সকাল ১১.২০: বন্দে ভারত মিশনের বিমানে দুই যাত্রীর করোনা উপসর্গ। ভরতি হাসপাতালে। শারজা থেকে কলকাতায় ফিরেছিল বিমানটি। বিমানেক দুই কর্মীকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সকাল ১১.১৫: খুলল বর্গভীমার মন্দির।

সকাল ১০.০০: বেজিংয়ের একাংশে ফের লকডাউন জারি করা হল। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত।

সকাল ৯.১৫: ফের সংক্রমণের রেকর্ড দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১,৪৫৮ জন। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩ জন। একই সময় মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। করোনায় মৃত বেড়ে ৮,৮৮৪ জন।

সকাল ৮.৪০: করোনাকে হারিয়ে সুস্থ হল চারমাসের শিশু। গত ১৮ দিন ধরে সে ভেন্টিলেশনে ছিল। অন্ধ্রপ্রদেশের ঘটনা।

সকাল ৮.৩০: আজ থেকে খুলে গেল দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির। ভক্তদের কড়া নিয়মবিধি মানতে হচ্ছে। সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে।

সকাল ৮.২০: বিশ্বজুড়ে করোনার মৃত্যুমিছিল অব্যাহত। ইতিমধ্যে মারণরোগে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে ৪ লক্ষ ২৮ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৭ লক্ষ ৩২ হাজার ৪৮৫ জন। 

সকাল ৮.১০: চিন্তা বাড়াচ্ছে সরকারি পরিসংখ্যান। গত ১০ দিনে দেশে সংক্রমিত হয়েছে ১ লক্ষ মানুষ। মাত্র ১৩ দিনে দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা।

সকাল ৮.০৫: পাঞ্জাবে লকডাউনের নিয়মকানুন আরও কড়া করা হচ্ছে। অত্যাবশকীয় নয়, এমন সামগ্রীর দোকান রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকাল ৮.০০: মেক্সিকোয় বাড়ছে সংক্রমণ। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১,৩৯,১৯৬ জন। 

The post করোনা LIVE UPDATE: দেশে ফের দৈনিক সংক্রমণের রেকর্ড, মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়াল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement