সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার টিকাকরণে (Corona Vaccine) বিশ্বরেকর্ড গড়েছে মোদির ভারত। যা নিয়ে উৎসবও শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিল্লির আরএমএল হাসপাতালে। ভারতকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তবে, এই টিকাকরণের রেকর্ডের নেপথ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের আক্লান্ত পরিশ্রম। এবং দেশবাসীর উৎসাহ।এক নজরে দেখে নেওয়া যাক ৯ মাসের সেই পরিশ্রমের টাইমলাইন।
ভারতের টিকাকরণের টাইমলাইন:
১৬ জানুয়ারি প্রথম টিকা
১৯ ফেব্রুয়ারি ১ কোটি টিকাকরণ
১০ এপ্রিল ১০ কোটি টিকাকরণ
১২ জুন ২৫ কোটি টিকাকরণ
৬ আগস্ট ৫০ কোটি টিকাকরণ
১৩ সেপ্টেম্বর ৭৫ কোটি টিকাকরণ
২১ অক্টোবর ১০০ কোটি টিকাকরণ
ভারতের লক্ষ্য ২৭০ কোটি টিকাকরণ
[আরও পড়ুন: টিকাকরণে বিশ্বরেকর্ড ভারতের, মাত্র ২৭৯ দিনে ১০০ কোটি ভ্যাকসিনের গণ্ডি পেরল দেশ]
ভারতে টিকাকরণের গতি:
প্রথম ১০ কোটি ৮৫ দিনে
দ্বিতীয় ১০ কোটি ৪৫ দিনে
তৃতীয় ১০ কোটি ২৯ দিনে
চতুর্থ ১০ কোটি ২৪ দিনে
পঞ্চম ১০ কোটি ২০ দিনে
ষষ্ঠ ১০ কোটি ১৯ দিনে
সপ্তম ১০ কোটি ১৩ দিনে
অষ্টম ১০ কোটি ১১ দিনে
নবম ১০ কোটি ১৪ দিনে
দশম ১০ কোটি ১৯ দিনে
টিকাকরণে প্রথম পাঁচ রাজ্য (২১ অক্টবর সকাল ১০ টা পর্যন্ত):
উত্তরপ্রদেশ: ১২.২১ কোটি
মহারাষ্ট্র: ৯.৩২ কোটি
পশ্চিমবঙ্গ: ৬.৮৫ কোটি
গুজরাট: ৬.৭৯ কোটি
মধ্যপ্রদেশ: ৬.৭২ কোটি
[আরও পড়ুন: Petrol-Diesel Prices: দেড় মাসে ২০ বার! ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, নির্বিকার প্রশাসন]
কারা টিকা পেলেন? (২১ অক্টবর সকাল ১০ টা পর্যন্ত):
৫১.৫৬ কোটি পুরুষ টিকা পেয়েছেন
৪৭.৪৭ কোটি মহিলা টিকা পেয়েছেন
২ কোটি ২৩ লক্ষ তৃতীয় লিঙ্গের মানুষ টিকা পেয়েছেন
১৮-৪৪ বছর বয়সিরা টিকা পেয়েছেন ৫৫.৪৫ কোটি
৪৫-৬০ বছর বয়সিরা টিকা পেয়েছেন ২৬.৯৫ কোটি
৬০ বছরের ঊর্ধ্ব টিকা পেয়েছেন ১৭.৪ কোটি
ভারতের টিকাকরণের এই রেকর্ড গতিতে স্বভাবতই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলছেন, “ইতিহাস গড়ল ভারত। আমরা ভারতীয় বিজ্ঞানের বিজয়ের সাক্ষী থাকল। এটা ১৩০ কোটি মানুষের ইচ্ছাশক্তির জয় দেখলাম। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা, যারা ভারতকে ১০০ কোটি টিকাকরণে (1 Billion Vaccination) পৌঁছাতে সাহায্য করেছে।”