মলয় কুণ্ডু: করোনা (Corona Virus) সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কড়া বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। বুধবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী ৩০ জুলাই অবধি বিধিনিষেধ বাড়ানো হয়েছে। সংক্রমণ বাড়তে পারে, একথা মাথায় রেখে ছাড় দেওয়া হল না লোকাল ট্রেন (Local Train) চলাচলে। তবে সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো (Metro Service)। শনি ও রবিবার আমজনতার জন্য মেট্রো চলাচল বন্ধই থাকছে। এদিকে বন্ধ থাকছে স্কুল, কলেজ- সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হল।
মার্চ মাস থেকেই রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল করোনার গ্রাফ। মে মাসে ক্ষমতায় ফেরার পরে সংক্রমণে লাগাম পরাতে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করে সরকার।পরিস্থিতির উন্নতির পর থেকে ধাপে ধাপে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সরকার। সেই উদ্দেশ্যে কমবেশি ১৫দিন অন্তর জারি হচ্ছে নয়া নির্দেশিকা। ১৫ জুলাই শেষ হচ্ছে চলতি নির্দেশিকার মেয়াদ। ফলে ১৬ তারিখ থেকে নয়া নিয়নকানুন কার্যকর হচ্ছে রাজ্যে।
[আরও পড়ুন: সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ, এবার দার্জিলিং সফরেও বাধ্যতামূলক COVID রিপোর্ট]
নবান্নের নয়া নির্দেশিকা অনুযায়ী,
- ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকছে কড়া বিধিনিষেধ।
- স্কুল, কলেজ, পলিটেকনিক কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধই থাকছে।
- স্টাফ স্পেশ্যাল ছাড়া অন্যান্য লোকাল ট্রেন বন্ধ।
- সপ্তাহে ৫ দিন চলবে মেট্রো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রো। তবে শনি ও রবিবার আমজনতার জন্য বন্ধ থাকবে এই পরিষেবা।
- বন্ধ স্পা, সিনেমা হল। রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের সাঁতারুদের জন্য সুইমিং পুল সকাল ৬ টা থেকে বেলা ১০ পর্যন্ত খোলা থাকতে পারে।
- ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান খোলা থাকবে ১০টা থেকে ৩ টে পর্যন্ত।
- সারাদিন খোলা থাকবে দোকান-বাজার। তবে কর্মচারী থাকবে ৫০ শতাংশ। একবারে ৫০ শতাংশ গ্রাহক দোকানে আসতে পারেন।
- রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যান চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি থাকছে।
- পুরনো নিয়ম মেনেই চলবে শুটিং। অডিও রেকর্ডিং করতে স্টুডিওতে সর্বাধিক ১০ জন থাকতে পারেন।