সুকুমার সরকার, ঢাকা: ধীরে ধীরে কমছে মহামারীর প্রভাব। করোনা ভাইরাসের (Coronavirus) চোখরাঙানি তত নেই। জোরকদমে টিকাকরণও (Corona Vaccine) চলছে। আর সেই কারণে ফের স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। দেশের শিক্ষামন্ত্রী দীপু মণি শুক্রবার জানিয়েছেন, খুব শিগগিরই স্কুলগুলি খুলে দেওয়া হবে। আবার প্রতিষ্ঠানে ফিরতে পারবে পড়ুয়ারা। শুক্রবার আওয়ামি লিগের এক কার্যনির্বাহী বৈঠকে আলোচনা চলাকালীন এমনই জানিয়েছেন দীপু মণি। তাঁকে সমর্থন জানান উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে স্কুল খোলার কোনও দিনক্ষণ এখনও স্থির হয়নি।
গত বছরের সেপ্টেম্বর মাসে, করোনা আতঙ্ক কাটিয়ে প্রায় ৫৫০ দিন পর স্কুল খুলে গিয়েছিল বাংলাদেশে (Bangladesh)। ফের আগের মতো স্কুলড্রেস পরে, পিঠে ব্যাগ নিয়ে ক্লাসে ফিরেছিল পড়ুয়ারা। তবে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তবেই তারা স্কুলে (Schools) প্রবেশের অনুমতি দেওয়া হয়। দীর্ঘদিনের অপেক্ষা শেষে ফের সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসে শিশু থেকে কিশোর – সকলেই। খুলে দেওয়া হয়েছিল মাদ্রাসাগুলিও।
[আরও পড়ুন: বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে পাকিস্তানে তৈরি জাল নোট, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
কিন্তু তারপর বছরশেষে ওমিক্রন (Omicron) স্ট্রেনের দাপটে স্কুল বন্ধ হয়ে যায়। ফের গৃহবন্দি দশায় চলে যায় স্কুলপড়ুয়ারা। কিন্তু আবারও তাদের ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি। বললেন, ‘‘করোনার সংক্রমণ কমছে, কাজেই আমরা আশা করছি খুব শিগগির শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারব।’’ এদিন তাঁর মন্তব্যকে সমর্থন করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী। তাঁর এই ঘোষণায় খুশি পড়ুয়ারা। আবার স্কুলের চেনা পরিবেশে ফিরে পড়াশোনার অপেক্ষায় রয়েছে তারা।
[আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহীতে হবে বাংলাদেশ-ভারত কালচারাল মিট]
শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে আওয়ামি লিগের নেতাদের সঙ্গে আলোচনার পর দীপু মণি বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যান ছাত্র বিক্ষোভ সামলাতে। শিক্ষক, পড়ুয়া-সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সংকটের উপায় বাতলালেন। এরপর রাতের মধ্যেই ঢাকায় পৌঁছন তিনি।