সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম কাটতেই দেশের করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পরপর দুদিন নামল কোভিড (COVID-19) গ্রাফ। তবে মঙ্গলবারের পরিসংখ্যান আরও স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজারেরও কম। বাড়ছে সুস্থতার হারও। সবমিলিয়ে দুর্গোৎসবের আবহ কাটতেই দেশের করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটল খানিকটা।
মঙ্গলবার দেশের স্বাস্থ্য ও পরিবারকল্য়াণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা ১৯৫৭। যা সোমবারও ছিল প্রায় আড়াই হাজার। একদিনে সুস্থ হয়েছেন ২৬৫৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৫ শতাংশ। অ্যাকটিভ কেস (Active cases) ০.০৬ শতাংশ, অর্থাৎ মোট আক্রান্তের মাত্র ০.০৬ শতাংশ সক্রিয় করোনা রোগী। সংখ্যার হিসেবে যা ২৭,৩৭৪।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২,৭৬, ১২৫, যার মধ্যে মাত্র ০.৭১ শতাংশ রিপোর্ট পজিটিভ। সাপ্তাহিক পজিটিভিটি রেট (Positivity Rate) ১.২১ শতাংশ। যা ক্রমশ নিম্নমুখী।
[আরও পড়ুন: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহও, পর্যটক টানতে নয়া ভাবনা বনদপ্তরের]
দেশ থেকে কোভিড দূরীকরণে জোরদার ভূমিকা নিয়েছে টিকাকরণ (Corona vaccination)। সেই কাজ চলছে জোরকদমে। এখনও পর্যন্ত ২১৯ কোটি ৪ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই টিকার ৫,০৩,৫৭৫ ডোজ পেয়েছেন দেশবাসী।
[আরও পড়ুন: এবার শত্রুর উপর ‘প্রচণ্ড’ আঘাত হানবে বায়ুসেনার প্রমিলা বাহিনী]
এদিকে, ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হলেও চিনে (China) নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারী। আসন্ন সে দেশের কমিউনিস্ট পার্টির ২০ তম পার্টি কংগ্রেস। তার আগে ওমিক্রনের (Omicron) নতুন উপজাতির চিহ্ন মিলেছে। তাতে নতুন করে সংক্রমণ ছড়ানো নিয়ে ফের বাড়ছে উদ্বেগ।