সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সপ্তাহে রাজ্যের করোনা (Coronavirus) গ্রাফে বড়সড় স্বস্তি। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৩৪জন, মৃত্যু হয়েছে ৪৩ জনের। তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৯৮০। এ নিয়ে বঙ্গে (West Bengal) সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৪.১৮ শতাংশ। এই পরিসংখ্যানে বেশ আশা দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
রবিবারও রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৭১০। সেই তুলনায় সোমবার সংখ্যা কমল অনেকটাই। এ নিয়ে বাংলায় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৭৯৫, যার মধ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১, ৩৮৪। গত ২৪ ঘণ্টায় ৪৩ জন করোনার বলি হওয়ায় এ নিয়ে মৃতের সংখ্য়া দাঁড়াল ৯১০০। আর সুস্থ হয়েছেন রাজ্যের মোট ৪ লক্ষ ৯৩ হাজার ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩১, ৬৭১টি। এর মধ্যে ৮.১১ শতাংশ রিপোর্ট পজিটিভ।
[আরও পড়ুন: ‘দলে ক্ষোভ-বিক্ষোভ নয়, চলতে হবে সমন্বয় রেখে’, জলপাইগুড়ি পৌঁছেই বৈঠকে বার্তা মমতার]
যে দুই জেলার করোনা পরিস্থিতি নিয়ে বরাবরের চিন্তা, সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিসংখ্যান অবশ্য এখনও উদ্বেগজনকই। তুলনায় করোনাযুদ্ধে উত্তর ২৪ পরগনা ধীরে ধীরে এগোচ্ছে। এই মুহূর্তে সেখানে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪২৬৯। কলকাতায় করোনা পজিটিভ রোগী ৫১৫৭। আর করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে সফল তিন জেলা – কালিম্পং, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম।