সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের করোনা গ্রাফ ফের কিছুটা নিম্নমুখী। স্বাস্থ্যদপ্তরের নয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে ৩৫০৭ জন, মৃত্যু হয়েছে ৫২ জনের। দৈনিক সুস্থতার হার আক্রান্তের তুলনায় সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩৭ জন। এই মুহূর্তে ৯৩ শতাংশ সুস্থতার হারেই করোনাযুদ্ধে এগিয়ে বাংলা।
স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬৬ হাজার ৯৯১, যার মধ্যে অ্যাকটিভ রোগী ২৪, ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণহানি ঘটেছে ৫২ জনের। তা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৮২২৪। যদিও রাজ্যের কোভিড গ্রাফে অস্বস্তি জারিই থাকছে দুই জেলা – কলকাতা এবং উত্তর ২৪ পরগনা নিয়ে। কলকাতায় এই মুহূর্তে সংক্রমিতে সংখ্যা ৬৮২৮, উত্তর ২৪ পরগনায় তা সামান্য কম – ৬৫৬৭। করোনা সংক্রমণের গোড়া থেকে এই দুই জেলা নিয়েই স্বাস্থ্যদপ্তরের চিন্তা ছিল সবচেয়ে বেশি। পুরোদমে শীতের আগে উদ্বেগ এতটুকুও কমছে না। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে কালিম্পং এবং আলিপুরদুয়ার।
[আরও পড়ুন: কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে সীমান্তের এপারে, NJP থেকে গ্রেপ্তার ১৪ জন রোহিঙ্গা]
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪, ৭১৩ জনের, যার মধ্য়ে ৮.২৬ শতাংশ রিপোর্ট পজিটিভ। এ নিয়ে রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৬,৫৪, ৫২৪। শীতের আগে করোনায় সুস্থতার হার আরও বাড়ানোই লক্ষ্য রাজ্যের স্বাস্থ্যদপ্তরের। সেইমতো সমস্ত ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বাড়ানো হয়েছে হাসপাতালের শয্যাসংখ্যা। ভ্যাকসিনের ট্রায়াল চলছে এ রাজ্যেও। তবে তা কবে হাতে আসবে, এখনও ঠিক নেই। তার আগে পর্যন্ত সাবধানে থাকাই করোনার বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।