সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা (COVID-19) পরিসংখ্যান যেন হঠাতই চিন্তার কারণ হয়ে দাঁড়াল। দীর্ঘদিন বাদে দেশে করোনার অ্যাকটিভ কেস বৃদ্ধি পেল। এতদিন লাগাতার চিকিৎসাধীন রোগীর সংখ্যা নিম্নমুখীই ছিল। শুধু তাই নয় পরপর দু’দিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটাও হাজারের উপরেই রইল। তবে, বড়সড় স্বস্তি অবশ্য মিলেছে মৃতের সংখ্যায়। এদিন গোটা দেশে মৃত্যু হয়েছে মাত্র ১ জনের।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। তবে নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লির পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। যা আগের দিনের থেকে ৪৮ শতাংশ বেশি। দিল্লিতে হঠাৎ বেড়ে গিয়েছে পজিটিভিটি রেটও। চিন্তা বাড়াচ্ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এদিন দেশে অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ১১ হাজার ৫৮। যা আগের দিনের থেকে ১৮৮ জন বেশি।
[আরও পড়ুন: কাশ্মীরে ফের জেহাদিদের টার্গেট হিন্দুরা? কুলগামে প্রকাশ্যে গুলি করা মারা হল গাড়িচালককে]
তবে করোনার দৈনিক মৃত্যুতে বড়সড় স্বস্তি মিলেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন মাত্র ১ জন। যা গতকাল ছিল ২৬। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৭৩৭। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৬ হাজার ২২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮১৮ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।
[আরও পড়ুন: ‘মুসলিম মহিলাদের তুলে এনে ধর্ষণ করব’, প্রকাশ্যে হুমকি দেওয়া হিন্দু মহন্তকে গ্রেপ্তার করল পুলিশ]
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ২২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই দেশের ৯৭ শতাংশ যোগ্য ব্যক্তিকে ভ্যাকসিনের অন্তত একটি ডোজ দেওয়া হয়েছে। যা গোটা বিশ্বের নিরিখে রেকর্ড।