সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। মাঝখানে দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নামার ইঙ্গিত দিতেই খানিকটা স্বস্তি মিলেছিল। কিন্তু গত দু’দিন ফের দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উপরে। মহারাষ্ট্র-দিল্লির মতো রাজ্যগুলির পরিস্থিতি এখনও বেশ চিন্তার। যদিও অ্যাকটিভ কেস এখনও নিম্নমুখী। সেই সঙ্গে কমেছে দৈনিক মৃতের সংখ্যাও।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। গতকালও সংখ্যাটা ছিল ১০ হাজারের আশেপাশে। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৯৪ হাজার ৪৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৪৮৮।
[আরও পড়ুন: ভারতে হামলার জন্য ৩০ হাজার টাকা! সেনার জালে পাকিস্তানি ফিদায়েঁ জঙ্গি]
মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৫৭ হাজার ৩৮৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে রাজধানী দিল্লির পরিস্থিতি নিয়ে। গত ২৪ ঘণ্টায় স্রেফ রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়ছে। মারাঠাভূমে গত ২৪ ঘণ্টায় মোট কোভিড আক্রান্ত দু’হাজারের কাছাকাছি।
[আরও পড়ুন: ‘আপনাকে ঘিরে চক্রব্যূহ তৈরি হচ্ছে, সতর্ক থাকুন’, দিলীপকে পরামর্শ নাড্ডার]
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ৮২ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৩ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৯২ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।