সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে লাগাতার টিকাকরণের (Corona Vaccine) সুফল পাচ্ছে ভারত। উৎসবের মরশুম শেষেও মূলত টিকাকরণের জোরে স্বস্তি মিলছে দেশের দৈনিক মৃত্যু এবং আক্রান্তের সংখ্যার পরিসংখ্যানে। কেরল এবং বাংলার মতো দু-একটি রাজ্য বাদ দিলে দেশের অধিকাংশ রাজ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে করোনা। এমনকী, মহারাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণ অনেকটা কমেছে।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৪২৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন। করোনার সংক্রমণ কমার অন্যতম কারণ হল মহারাষ্ট্র একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমে যাওয়া। তবে মহারাষ্ট্রে সংক্রমণ কমলেও কেরল নিয়ে চিন্তা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬৪ জন। উৎসবের মরশুমে বাংলাতেও বেড়েছে সংক্রমণ।
[আরও পড়ুন: Coronavirus: সামান্য কমল দেশের করোনা সংক্রমণ, স্বস্তি অ্যাকটিভ রোগীর পরিসংখ্যানে]
এদিকে দুদিন বাদে খানিকটা স্বস্তি মিলেছে মৃত্যুর পরিসংখ্যানে। পরপর দু’দিন দেশে মৃতের সংখ্যা পাঁচশোর বেশি থাকার পর এদিন বেশ খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৫৬ জন। যা গত কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬ জন। আগের দিনের থেকে ৩ হাজার ৮৭৯ জন কম। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ৩১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
[আরও পড়ুন: শেষ মুহূর্তে মিলল না পুলিশের অনুমতি, গোয়ায় দলীয় কর্মসূচি বাতিলের প্রতিবাদে সরব মমতা]
কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১০০ কোটি ডোজের লক্ষ্যে পৌঁছানোর পরও রেকর্ড গতিতেই চলছে টিকাকরণ। ইতিমধ্যে দেশে ১০৭ কোটি ২২ লক্ষ মানুষ টিকা পেয়েছেন। আরও ১২ কোটি ৩৭ লক্ষ ডোজ বিভিন্ন রাজ্যকে বিলি করা হয়েছে। যার অর্থ, খুব শীঘ্রই ভারত ১২০ কোটি টিকার ডোজ দেওয়ার দিকে এগোচ্ছে।