shono
Advertisement

Coronavirus: দেশের দৈনিক আক্রান্ত ৪১ হাজারের বেশি, ফের বাড়ল অ্যাকটিভ কেস

ভারত কি করোনার তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে?
Posted: 09:29 AM Jul 22, 2021Updated: 09:29 AM Jul 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত কি করোনার তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে? আশঙ্কা বাড়াচ্ছে দৈনিক পরিসংখ্যান। দিন কয়েক আগেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ৪০ হাজারের বেশ নিচেই ঘোরাফেরা করছিল। গতকাল তা একলাফে অনেকটা বাড়ে। আজও দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৪১ হাজারের উপরেই। উপরন্তু, পরপর দ্বিতীয় দিন বাড়ল করোনার অ্যাকটিভ কেস। যা বেশ চিন্তায় ফেলছে স্বাস্থ্যমন্ত্রককে।

Advertisement

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৩৮৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম হলেও গত কয়েকদিনের তুলনায় বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১৮ হাজার ৯৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের। গতকাল মহারাষ্ট্র সরকার পরিসংখ্যান সংশোধন করায় একদিনে প্রায় চার হাজার মানুষের মৃত্যুর খবর মেলে। সে তুলনায় আজ অনেকটাই কম দৈনিক মৃত্যু।

[আরও পড়ুন: ‘এরপর তো বলা হবে অতিমারীই আসেনি’, কেন্দ্রের অক্সিজেন মন্তব্যের সমালোচনায় মুখর বিরোধীরা]

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৬৫২ জন। অর্থাৎ অ্যাকটিভ কেস বেড়েছে কয়েক হাজার। এই নিয়ে দ্বিতীয় দিন অ্যাকটিভ কেস বড় আকারে বাড়ল। সেটাই আশঙ্কার আসল কারণ স্বাস্থ্য মন্ত্রকের জন্য। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪ জন। যা মোট আক্রান্তের দেড় শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪১ কোটি ৭৮ লক্ষের বেশি মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement