shono
Advertisement

Coronavirus: সুস্থ হচ্ছে দেশ, অ্যাকটিভ কেস নামল ৭০ হাজারের নিচে, আরও নিম্নমুখী দৈনিক আক্রান্ত

তৃতীয় ঢেউয়ে মৃতদের ৯২ শতাংশরই টিকা নেওয়া ছিল না, জানাল স্বাস্থ্যমন্ত্রক।
Posted: 09:53 AM Mar 04, 2022Updated: 09:53 AM Mar 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা থেকে পুরোপুরি মুক্তির পথে দেশ। ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় গত বেশ কয়েকদিন ধরে যে নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছিল, শুক্রবারও সেই ট্রেন্ড বজায় থাকল। একধাক্কায় দেশের অ্যাকটিভ কেস নেমে এল ৭০ হাজারের নিচে। কমল দৈনিক আক্রান্তও।

Advertisement

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন। গতকাল যে সংখ্যাটা সাড়ে ছ’হাজারের সামান্য উপরে ছিল। ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৯ হাজার ৮৯৭ জন। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১৬ শতাংশে।

[আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেন ইস্যুতে সরকারের পাশেই বিরোধীরা, বিদেশমন্ত্রীর প্রশংসায় শশী থারুর]

বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। তবে এখনও সামান্য চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃত্যু। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০১ জন। যা আগের দিনের থেকে সামান্য হলেও বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৪ হাজার ৫৮৯ জন। লাগাতার স্বস্তি দিচ্ছে দেশের সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৭০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৪৫০ জন। সুস্থতার হার ৯৮.৬৪ শতাংশ।

[আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব অর্থনীতিতে, পিছিয়ে দেওয়া হতে পারে LIC’র IPO আনার তারিখ]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৮ কোটি ২৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ২৪ লক্ষের বেশি মানুষ। গতকালই স্বাস্থ্যমন্ত্রকের এক সমীক্ষায় প্রকাশ্যে এসেছে করোনার তৃতীয় ঢেউয়ে মৃতদের ৯২ শতাংশেরই টিকা নেওয়া ছিল না। অর্থাৎ, টিকা না নিলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। সেকারণেই টিকাকরণে জোর দিচ্ছে সরকার। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৯ লক্ষের ২৩ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement