সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে একদিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা কমতে কমতে ৩৬ হাজারে নেমে এসেছিল। কিন্তু তারপর থেকেই ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। গত দু’দিন পরপর করোনা আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তা প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। যদিও সুস্থতার সংখ্যাটা আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি। যার ফলে সক্রিয় বা চিকিৎসাধীন রোগী কমতে কমতে নেমে এসেছে ৬ লক্ষে। সেটাই আপাতত স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।
সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯ হাজার ৮৮১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৬ হাজার জন বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৪০ হাজার ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। যা গত কয়েকদিনের তুলনায় বেশি। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২০ হাজার ৫২৭ জন।
[আরও পড়ুন: শিশুরাই করোনার সুপার স্প্রেডার! স্কুল খোলার আগে উদ্বেগ বাড়াল ICMR-এর দাবি]
তবে স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৫৬ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় খানিকটা হলেও বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৩ লক্ষ ১৫ হাজার ৯৮৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩ হাজার ৬৮৭ জন। দীর্ঘদিন বাদে সক্রিয় রোগীর সংখ্যা ফের ৬ লক্ষের কাছাকাছি এসে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষের বেশি।