সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্তের শুরু থেকেই মহামারীর কবল থেকে ক্রমশই সুস্থতার পথে এগিয়েছে দেশ। নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। সপ্তাহের প্রথম দিনও সেই ধারা অব্যাহতই রইল। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্যে স্পষ্ট, একদিনে আরও কমেছে কোভিডের সংক্রমণ, মৃত্যু। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৫০৩ জন। রবিবার এই সংখ্যা ছিল ৩১১৬। সেই তুলনায় সোমবার কমেছে অনেকটাই। এছাড়া একদিনে করোনার বলি দেশের ২৭ জন, রবিবার যা ছিল পঞ্চাশের কাছাকাছি।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন দেশের মোট ৪৩৭৭ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৪,২৪,৪১,৪৪৯। পজিটিভিটি রেট ০.৪৭ শতাংশ। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৬,১৬৮, যা মোট আক্রান্তের তুলনায় অতি নগণ্য, ০.০৮ শতাংশ।
[আরও পড়ুন: ইউক্রেনে নিহত ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রাক্তন সাংবাদিক, জখম আরও এক সংবাদকর্মী]
গত তিন বছর ধরে কোভিড-১৯’এর (COVID-19) সঙ্গে যুঝতে একাধিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে দেশবাসীকে। লকডাউন, কড়া কোভিডবিধি, টিকাকরণ – মূলত এই তিন অস্ত্রেই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন ছোট থেকে বড় সকলে। দ্রুত ভ্যাকসিন (Corona vaccine) তৈরি করে দেশবাসীর উপর তা প্রয়োগের ক্ষেত্রে গোটা বিশ্বেই ভারতের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ধাপে ধাপে বেশ কয়েকটি ভ্যাকসিন এসেছে ভারতের হাতে। এখনও পর্যন্ত ১৭৯ কোটি ৯১ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। যা বেশ বড়সড় সাফল্য বলেই মনে করছে স্বাস্থ্যমহল।
[আরও পড়ুন: সাড়ে চার বছরের শিশুর উপর ‘অ্যাসিড হামলা’, প্রতিবেশী যুবককে বেধড়ক মার স্থানীয়দের]
করোনা পরিস্থিতি আপাতত বেশ ভাল হলেও এখনই এ থেকে নিস্তার নেই, এমন সতর্কবাণীও শুনিয়েছেন বিশেষজ্ঞরা। জুনেই আবার কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে তার মধ্যে দেশের অধিকাংশ মানুষের টিকাকরণ হয়ে যাওয়ায় প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়তি শক্তি জোগাবে বলে আশাবাদী স্বাস্থ্যমহল।