shono
Advertisement

Coronavirus Update: ফের ঊর্ধ্বমুখী বঙ্গের কোভিড গ্রাফ, অ্যাকটিভ কেস পেরল ৩৫০

এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ০.৪০ শতাংশ।
Posted: 07:56 PM Apr 30, 2022Updated: 08:41 PM Apr 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে মাঝে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি। তবে এর মাঝে অস্বস্তি বাড়ল রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড (COVID-19) গ্রাফে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, শুক্রবারের তুলনায় শনিবারও বেড়়েছে  সংক্রমণ। তবে এদিনও মৃত্যুহীন বাংলা (West Bengal)। বাড়ছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে তা ৩৬০-এর বেশি। জুনে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে বঙ্গের এই করোনা চিত্রে চিন্তা বাড়ছে আমজনতার।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৫ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৫২। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০,১৮,২৬০ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। এ নিয়ে সুস্থ ব্যক্তির সংখ্যা ১৯,৯৬,৬৯৩, শতকরা হিসেবে যা ৯৮.৯৩ শতাংশ। রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে তা ৩৬৬। এর মধ্যে মাত্র ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা হোম আইসোলেশনেই রয়েছেন। 

[আরও পড়ুন: অকারণে ভাঙছে জানলার কাচ, কেউ ছুঁড়ছে ইট, ভূতের ভয়ে কাঁটা খড়দহের পাতুলিয়া]

চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০১ জন। রাজ্যের মৃত্যুর হার বর্তমানে ১.০৫ শতাংশ। 

[আরও পড়ুন: ‘শ্লীলতাহানিতে বাধা’, মধ্যপ্রদেশে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মহিলা যাত্রীকে!]

এই মুহূর্তে কোনও কোভিডবিধি জারি নেই রাজ্যে। তবে মাস্ক ব্যবহার এখনও জারি রয়েছে। দিল্লি, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ চিন্তায় রাখছে। গোটা দেশের মতো রাজ্যেও টিকাকরণ চলছে জোরকদমে। একদিনে ৩ লক্ষ ১১ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে। প্রিকশন ডোজের সংখ্যা ২৫ লক্ষ ১০ হাজারের বেশি। সবমিলিয়ে বাংলার করোনা পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement