shono
Advertisement

Breaking News

ফের করোনার বলি ১, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১

আমেরিকা থেকে ফিরেছিলেন ওই ব্যক্তি। The post ফের করোনার বলি ১, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:10 PM Mar 23, 2020Updated: 10:11 PM Mar 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক ভারতীয়ের। তিব্বতের শরণার্থী ছিলেন এই ব্যক্তি। হিমাচল প্রদেশে করেনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬৯ বছরের ওই বৃদ্ধের। জানা যায়, কয়েকদিন আগেই আমেরিকা থেকে ফিরেছিলেন তিনি। আক্রান্তের সঙ্গে তাল মিলিয়ে এবার ভারতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আজ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭৮। অন্যদিকে করোনার জেরে নয়া সিদ্ধান্ত নিল তিহার জেল। আগামী তিন দিনের মধ্যেই ছাড়া হতে পারে তিন হাজার বন্দিকে। তার মধ্যে পনেরোশো বন্দিকে ছাড়া হবে প্যারোলে। আর বাকি পনেরোশো বিচারাধীন বন্দিদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন : ভূস্বর্গে ফের বানচাল নাশকতার ছক, প্রচুর অস্ত্র-সহ ধৃত ৫ জঙ্গি]

এদিকে করোনা যুদ্ধে নয়া অস্ত্রপ্রয়োগ শুরু হল  সোমবার থেকে। দেশের ৭৫ জেলায় শুরু  হয়েছে লকডাউন। দিন দিন যে হারে ভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে স্টেজ- থ্রি বা গোষ্ঠী সংক্রমণে আশঙ্কা করা হচ্ছে। এই পর্যায়ে তা রুখে দিতেই লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের। বন্ধ ট্রেন পরিষেবা-সহ গণপরিবহণ। তবে এই সময়ের মধ্যে অত্যাবশ্যকীয় পরিষেবা, যেমন – বাজার, ওষুধপত্র, দুধ, জল সবই মিলবে। খোলা থাকবে হাসপাতাল, মিলবে অন্যান্য স্বাস্থ্য পরিষেবাও। লকডাউনের বাইরে সংবাদমাধ্যম। এরই মধ্যে  রাজ্যে প্রথম করোনার বলি দমদমের এক  প্রৌঢ়।  পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তারই মধ্যে। এরাজ্যে ৭ জনের শরীরে মিলেছে COVID-19’র জীবাণু। গত ২৪ ঘণ্টায়  দেশে নতুন ১৬৬ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

The post ফের করোনার বলি ১, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement