সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০ দিন পর সুরাপ্রেমীদের অপেক্ষার অবসান। সোমবার সকাল থেকে শর্তসাপেক্ষে দেশের বিভিন্নপ্রান্তের মদের দোকান খুলেছে। ফলে ভোর থেকে লম্বা লাইন পড়েছিল সেই দোকানগুলির সামনে। অভিযোগ, সেই ভিড়ে সামাজিক দূরত্বকে কার্যত বুড়ো আঙুল দেখানো হয়েছে। কোথাও কোথাও তো আবার ভিড় সামাল দিতে পুলিশকে লাঠিও চালাতে হয়েছে। বন্ধ করে দিতে হয়েছে দোকান। সবমিলিয়ে তৃতীয়দফা লকডাউনের শুরুর দিনই দেশের বিভিন্নপ্রান্তে সামাজিক দূরত্বের বিধিনিষেধ শিকেয় উঠেছে।কলকাতার কালীঘাট অঞ্চলে ভিড় সামাল দিতে গিয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
প্রথমেই আসা যাক রাজধানী দিল্লির কথায়। কনটেনমেন্ট জোন বাদ দিয়ে সোমবার দিল্লিতে খুলেছে সাড়ে ৪০০টি মদের দোকান। সবগুলিই স্ট্যান্ড অ্যালোন ও সরকারের খাতায় নথিভুক্ত দোকান। ২ মার্চ থেকে বন্ধ থাকার পর সোমবারই শাটার ওঠে এই দোকানগুলিতে। ফলে সুরাপ্রেমীদের ভিড় যে উপচে পড়বে, তা আন্দাজ করাই গিয়েছিল। সেই আশঙ্কাকে সত্যি করে কাসমের গেট, দেশ বন্ধু গুপ্ত রোড, ঝিল চক সর্বত্রই প্রায় এক অবস্থা। ভিড়ের চোটে ঝিলচকের একটি দোকান এদিন বন্ধ করে দেয় পুলিশ।
[আরও পড়ুন : ফের রেশন দুর্নীতি প্রসঙ্গে টুইটে সরব রাজ্যপাল, বিধঁলেন মমতাকে]
এবার একইচিত্র কর্ণাটকেও। সেখানেও মদ কিনতে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন সুরাপ্রেমীরা। বিধিনিষেধ মানর পাটবালাই দেখা যায়নি। আবার কলকাতা ও সংলগ্ন এলাকার মদের দোকানগুলিতেও লম্বা লাইন পড়েছিল। কোথাও কোথাও সামাজিক দূরত্বকে মোটেই পাত্তা না দেওয়ার ছবি সামনে এসেছে। এদিকে হরিয়ানাতে বন্ধ রয়েছে মদের দোকান। মধ্যপ্রদেশের কয়েকটি শহর বাদ দািয়ে বাকি এলাকায় মঙ্গলবার থেকে মদের দোকান খোলা হবে।
[আরও পড়ুন : আয়ুর্বেদিক পাঁচনের কামাল, বাহরিনের করোনা রোগী সুস্থ শ্যামবাজারের ওষুধে]
The post কালীঘাটের মদের দোকানে উপচে পড়া ভিড়, সামাল দিতে লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.