shono
Advertisement

রোজগারের ৩৩ শতাংশ দিতে হবে সরকারি তহবিলে, ক্রীড়াবিদদের নির্দেশ সরকারের

এই টাকা নাকি ব্যবহার করা হবে খেলাধূলার উন্নতিকল্পে৷ The post রোজগারের ৩৩ শতাংশ দিতে হবে সরকারি তহবিলে, ক্রীড়াবিদদের নির্দেশ সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:20 PM Jun 08, 2018Updated: 12:35 PM Jun 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে গা ঘামিয়ে পরিশ্রমক করে রোজগার করবেন খেলোয়াড়রা৷ আর সেই রোজগারের এক তৃতীয়াংশ দিতে হবে সরকারি তহবিলে৷ বিতর্কিত এই নির্দেশিকা জারি করেছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার৷ খট্টর সরকারের জারি করা এই নির্দেশিকায় সে রাজ্যে এখন বিতর্ক চরমে৷ সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন অ্যাথলিটরা, সিদ্ধান্ত মানতে পারছে না বিজেপিরই একাংশ৷

Advertisement

[সুনীলের গোলেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার ভারতের]

সাক্ষী মালিক, যোগেশ্বর দত্ত, ববিতা ফোগট, গীতা ফোগটদের রাজ্য হরিয়ানা৷ হরিয়ানার খেলাধুলার চর্চা মানেই কুস্তি আর ক্রিকেট৷ কুস্তিতে যেমন বিশ্বমানের তারকা উঠে এসেছে এই রাজ্য থেকে তেমনি উঠে এসেছেন বীরেন্দ্র শেহবাগ, আশিস নেহেরার মত বিশ্বমানের ক্রিকেটাররাও৷ এহেন হরিয়ানায় এবার ক্রীড়াবিদদের জন্য খারাপ খবর৷ সরকারি চাকরি করেন এমন ক্রীড়াবিদরা খেলা বা বিজ্ঞাপন থেকে যে পরিমাণ টাকা রোজগার করেন তার ৩৩ শতাংশ জমা দিতে হবে সরকারের ক্রীড়া তহবিলে৷ গত ৩০ মে এমনই নির্দেশিকা জারি করেছে মনোহরলাল খট্টরের সরকার৷ এমনকী খেলাধূলা সংক্রান্ত কারণে চাকরি থেকে ছুটি নিলে সেই সময়ের বেতনও দেওয়া হবে না ক্রীড়াবিদদের৷ খেলা বা বিজ্ঞপনী শ্যুটিংয়ের জন্য কোনও খেলোয়াড় ছুটি নিলে সেই ছুটি বেতনহীন ছুটি হিসেবে গ্রাহ্য হবে৷ ছুটিতে থাকাকালীন যে টাকা তিনি রোজগার করবেন তার ৩৩ শতাংশ যাবে সরকারের খাতায়৷ যদি, কোনও খেলোয়াড় কর্তব্যরত অবস্থায় কোনও ক্রীড়া প্রতিযোগিতা বা বিজ্ঞাপনী শ্যুটিংয়ে অংশ নেন তাহলে সেই খেলা বা বিজ্ঞাপন থেকে তাঁর রোজগার করা পুরো টাকাটাই যাবে সরকারি ক্রীড়া তহবিলে৷

 

[জাতীয় দলে সুযোগ শচীন-পুত্র অর্জুনের, অভিষেক শ্রীলঙ্কার বিরুদ্ধে]

সরকারের দাবি, এইভাবে রোজগার করা টাকা নাকি ব্যবহার করা হবে খেলাধুলার উন্নতিকল্পে৷ তবে সরকারের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ ক্রীড়াবিদরা৷ খেলাধুলার সাফল্যের জন্য অনেক অ্যাথলিটকেই সাম্মানিক সরকারি পদে নিয়োগ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খেলার প্রতি দায়বদ্ধতার জন্য চাকরিক্ষেত্রে মন দিতে পারেন না৷ সেই সব অ্যাথলিটদের জন্য এই সাম্মানিক সরকারি পদ এবার সমস্যার কারণ হয়ে উঠতে চলেছে৷ ইতিমধ্যেই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বেশ কিছু ক্রীড়াবিদ৷ প্রয়োজনে সরকারি চাকরি এবং সাম্মানিক পদ ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন তারা৷ সিদ্ধান্তে খুশি নয় রাজনৈতিক মহলও৷ বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তকে নিন্দনীয় হিসেবে বর্ণনা করছে৷

The post রোজগারের ৩৩ শতাংশ দিতে হবে সরকারি তহবিলে, ক্রীড়াবিদদের নির্দেশ সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement