shono
Advertisement

চলতি মাসেই কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ

সুড়ঙ্গটির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নিজে... The post চলতি মাসেই কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:03 PM Mar 09, 2017Updated: 04:00 PM Mar 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শেষ দিকেই জম্মু ও কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ৷ স্থানীয়রা এই সুড়ঙ্গকে ‘আশার সুড়ঙ্গ’ বা ‘টানেল অফ হোপ’ বলে ডাকছেন৷

Advertisement

(দেশদ্রোহী ছেলের লাশ নিতে অস্বীকার বাবার, গর্বিত প্রশাসন)

জম্মু ও কাশ্মীরের চেনানি ও নাশরিকে যুক্ত করবে এই টানেল, যার আরেক নাম পাটনিটপ টানেল৷ ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর ৯.২ কিলোমিটার দীর্ঘ এই টানেল একবার খুলে গেলে চেনানি ও নাশরির মধ্যে ৪১ কিলোমিটারের দূরত্ব কমে দাঁড়াবে ১১ কিলোমিটার৷ সবচেয়ে বড় কথা, তুষারপাত বা খারাপ আবহাওয়া থাকলেও ওই দুই টাউনের মধ্যে যোগাযোগে কোনও অসুবিধা হবে না৷ ট্রাফিক জ্যামও এড়ানো যাবে৷

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ঐতিহাসিক ওই সুড়ঙ্গের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই৷ ইতিমধ্যেই ওই প্রকল্প এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তারা৷ ২০১১-র মে মাসে কংগ্রেস সহ-সভাপতির রাহুল গান্ধী এই প্রকল্পের শিলান্যাস করেন৷ ওই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন আধিকারিকরা৷ সুড়ঙ্গটি খুলে গেলে সাধারণ মানুষের অন্তত আধঘন্টা সময় বাঁচবে বলে মনে করা হচ্ছে৷ সুড়ঙ্গটির কাজ শেষ হওয়ার কথা ছিল গতবছরের আগস্ট মাসে৷

(চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান)

The post চলতি মাসেই কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement