সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আত্মহত্যা করলেন অন্ধ্রপ্রদেশের এক দম্পতি। রূপান্তরকামী বন্ধুকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন ওই দম্পতির ছেলে। যুবকের সিদ্ধান্ত মানতে পারেননি বছর পয়তাল্লিশের সুব্বা রায়ডু এবং আটত্রিশ বছরের সরস্বতী রায়ডু। এর পরেই তাঁরা আত্মহত্যা করেন। পুলিশ দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশের দাবি, গত তিন বছর ধরে স্থানীয় এক রূপান্তরকামী গোষ্ঠীর সঙ্গে জড়িত মৃত দম্পতির সন্তান। এক রূপান্তরকামীর সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েন ওই যুবক। এই বিষয়টিকে বাড়িতে অশান্তি হত। সম্প্রতি এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেছিলেন বাবা-মা। এরপরেই ঝামেলা আরও বাড়ে। ওই বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশ রূপান্তরকামী বন্ধুর সঙ্গে থাকতে শুরু করেন যুবক।
নান্দিয়াল মহকুমা পুলিশ আধিকারিক পি শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, এই বিষয়ে নিত্য অশান্তি হত পরিবারটিতে। মাঝে এক বার ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ওই তরুণের বাবা-মায়ের দেহ উদ্ধার করল পুলিশ। কেবল ছেলের প্রেমের সম্পর্কেইর জেরেই আত্মহত্যা করেছেন দম্পতি? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্থানীয় রূপান্তরকামী গোষ্ঠীর সদস্যদের থেকে প্রায় দেড় লাখ টাকা ধার করেছিলেন যুবক। ওই টাকা পরিশোধের চাপে আত্মহত্যা নয় তো? সব দিক খতিয়ে দেখছে পুলিশ।